IPL 2023 Champion CSK: ফাইনালে সিএসকের আইপিএল জয়ের সেরা মুহূর্ত, যা কখনও ভোলা সম্ভব নয়, রইল ছবি

Last Updated:
IPL 2023 Champion CSK: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। দেখে নিন চেন্নাইয়ের আইপিএল জয়ের সেরা মুহূর্তগুলি।
1/6
রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার ট্রফি ঘরে তুলল এমএস ধোনির দল।
রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার ট্রফি ঘরে তুলল এমএস ধোনির দল।
advertisement
2/6
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, অজিঙ্কে রাহানে, অন্বাতি রায়ডুরা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, অজিঙ্কে রাহানে, অন্বাতি রায়ডুরা।
advertisement
3/6
আর শেষে ফিনিশিং টাচ দেন রবীন্দ্র জাদেজা। ২ বলে ১০ রান বাকি যখন একটি ছয় ও লেগ বাইয়ে চারে দলকে জয় এনে দেন জাড্ডু। জয়ের মুহূর্তে জাদেজার উল্লাস ছিল বাঁধ ভাঙা।
আর শেষে ফিনিশিং টাচ দেন রবীন্দ্র জাদেজা। ২ বলে ১০ রান বাকি যখন একটি ছয় ও লেগ বাইয়ে চারে দলকে জয় এনে দেন জাড্ডু। জয়ের মুহূর্তে জাদেজার উল্লাস ছিল বাঁধ ভাঙা।
advertisement
4/6
ফিনিশিং রান আসতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। ধোনি কিছুক্ষণ চুপ করে থাকলেও শেষে নিজেও আবেগ ধরে রাখতে পারেননি। জাদেজাকে কোলে তুলেন নেন মাহি।
ফিনিশিং রান আসতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। ধোনি কিছুক্ষণ চুপ করে থাকলেও শেষে নিজেও আবেগ ধরে রাখতে পারেননি। জাদেজাকে কোলে তুলেন নেন মাহি।
advertisement
5/6
ম্যাচের পুরস্কার বিতরনীর সময় ম্যাচ ফিনিশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া জাদেজা ও রায়ডুর হাতে ট্রফি তুলে দেন এমএস ধোনি। এই ম্যাচ অম্বাতি রায়ডুর কেরিয়ারের শেষ ম্যাচও ছিল।
ম্যাচের পুরস্কার বিতরনীর সময় ম্যাচ ফিনিশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া জাদেজা ও রায়ডুর হাতে ট্রফি তুলে দেন এমএস ধোনি। এই ম্যাচ অম্বাতি রায়ডুর কেরিয়ারের শেষ ম্যাচও ছিল।
advertisement
6/6
ট্রফি জয়ের পাশাপাশি ম্যাচ শেষে সিএসকে ও ধেনি ফ্যানেদের সবথেকে বড় প্রাপ্তি হল ধোনির এখনই অবসর গ্রহণ না করা। শরীর সাথ দিল আরও এক বছর খেলবেন বলেছেন এমএসডি।
ট্রফি জয়ের পাশাপাশি ম্যাচ শেষে সিএসকে ও ধেনি ফ্যানেদের সবথেকে বড় প্রাপ্তি হল ধোনির এখনই অবসর গ্রহণ না করা। শরীর সাথ দিল আরও এক বছর খেলবেন বলেছেন এমএসডি।
advertisement
advertisement
advertisement