প্রসঙ্গত, আইপিএলের ফাইনালের রিজার্ভ ডে-র পূর্বাভাস অনুযায়ী স্থানীয় হাওয়া অফিসের তথ্য বলছে সে অর্থে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে ম্যাচের বেশির ভাগ খেলাই হয়ে যাবে। সাড়ে দশটার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ১১ থেকে ২০ শতাংশ।
advertisement
আইপিএল ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক নেন এম এস ধোনি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর করে গুজরাত টাইটান্স। হার্দিক পান্ডিয়া দলের হয়ে ৯৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সাই সুদর্শন। ৮টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাডা ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা। ৩৯ করেন শুভমান গিল ও ২১ করেন গুজরাত অধিনায়ক।