ফাইনাল শেষে সকলের মনেই তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পুরস্কার বিতরণের সময় হর্ষ ভোগলেও সরাসরি প্রশ্নটা জিজ্ঞেস করে উঠতে পারছেন না। তখন ধোনি নিজে থেকে নেতৃত্ব দিয়ে সকলের কৌতুহলের অবসার ঘটান। বলে,”একটা উত্তর খুঁজছো তাই তো। আমার অবসর নিয়ে। যদি বাস্তব দেখি এটাই অবসর নেওয়ার সেরা সময়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু গত কয়েক মাস জুড়ে গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছে তা ভোলার নয়। হৃদয়ের খুব কাছের। তবে আমার কাছে এই সুখের থেকে কঠিন চ্যালেঞ্জ হল আগামি ৯ মাস পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও ৬-৭ মাস রয়েছে আমার কাছে ভাবার জন্য। শরীর জন্য এটা সহজ হবে না জেনেও, আমার তরফ থেকে এটাই সমর্থকদের ভালোবাসার উপহার, প্রতিদান।”
advertisement
আরও পড়ুনঃ Ravindra Jadeja: ক্যাপ্টেন হয়ে ফেল! কঠিন সময়ে সেই জাদেজাই আসলে ‘স্যর’, মাঠ ছাড়লেন ধোনির কোলে
এই বয়সে এসেই পঞ্চম আইপিএল জয়কে একটু বেশি স্পেশাল হিসেবে দেখছেন এমএস ধোনি। ক্যাপ্টেন কুল হলেও ফ্যানেদের ভালোবাসায় তাঁরও যে আবেগ আছে, চোখে জল আসে সেই কথাও জানান ধোনি। সিএসকে অধিনায়ক বলেন,’জেতার পর ডাগআউটো যে কিছুক্ষণ মাথা নীচু করে বসেছিলাম, সেই সময় বুঝতে পেরেছিলাম আমাকে এটা উপভোগ করতে হবে।’ পঞ্চম ট্রফি জয়ের জন্য দলের সকল সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মাহি। তবে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না, আবার ফিরতে পারেন পরের আইপিএলে, ধোনির কাছ থেকে এই বার্তা ট্রফি জয়ের আনন্দকে আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে সিএসকে ফ্যানেদের।