এবার আইপিএলে চিপকে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। আজ যে লড়াইটা সিএসকের স্পিন অ্যাটাকা ও পঞ্জাব কিংসের পেস অ্যাটাক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চিপকে বরাবরই স্পিন অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করে থাকেন এমএস ধোনি। সেক্ষেত্রে আজও বাড়তি দায়িত্ব নিতে হবে মাহেশ থিকসানা, রবীন্দ্র জাদেজা ও মইন আলিদের। এমনিতেই পঞ্জাব কিংস ব্যাটাররাও স্পিনের সামনে খুব একটা স্বস্তিতে থাকে না। শিখর ধাওয়ান এবং লিয়াম লিভিংস্টোনদের মত দলের অভিজ্ঞ, তারকা ব্যাটারদেরও স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট মাত্র ১২৩। তবে এখনও ফিট না হওয়ায় বেন স্টোকস ও দীপক চাহারকে পাবে না সিএসকে। যা কিছুটা ধোনির কাজ কঠিন করছে।
advertisement
সিএসকের স্পিন অ্যাটাক ভালো হলে পঞ্জাব কিংসের পেস অ্যাটাক দুরন্ত। যদিও গত ম্যাচে কাগিসো রাবাডা, স্যাম কারন, অর্শদীপ সিং সমৃদ্ধ পেস অ্যাটাকও লখনউয়ের ঝোড়ো ব্যাটিংকে থামাতে পারেনি। তাই আজ চেন্নাই বিরুদ্ধে ছন্দে ফিরতে চাইবে পঞ্জাবের পেস ব্যাটারি। চিপকে ধোনির দলকে হারানো কতটা কঠিন তা ভালো করেই জানেন পঞ্জাব অধিনায়ক শিখর ধওয়ান। তবে সিএসকের পেস অ্যাটাক খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন নয়। সেই দুর্বলতাকে কাজে লাগেই চেন্নাই বিরুদ্ধে ২ পয়েন্ট ঘরে তোলার ছক কষছে পঞ্জাব কিংস।
আরও পড়ুনঃ KKR vs GT: ঘরে ঢুকে কেকেআরকে দুরমুশ করল গুজরাত, রইল নাইটদের হারের ৫ প্রধান কারণ
দুই দলের ব্যাটিং ও বোলিং লাইনের শক্তির তুলনা করলে খুব একটা তফাৎ নেই। তবে সাম্প্রতি ফর্ম বিচার করলে সিএসকে একটি এগিয়ে। কারণ ধোনির দল যে ৩টি ম্যাচ এখও পর্যন্ত হেরেছে তার দুটিই রাজস্থানের বিরুদ্ধে। অপরদিকে, পঞ্জাব কিংসের ফর্ম ওঠানামা করেছে। তবে এবার আইপিএলে যেভাবে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে তাতে চিপতে আরও একটা থ্রিলাররে সাক্ষী থাকতেই পারে ক্রিকেট প্রেমিরা।