ঋষভ পন্থের দুর্ঘটনার পর ফ্র্যাঞ্চাইজির তরফ পরবর্তী অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে ভাবা হয়েছিল। একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছেন ডেভিড ওয়ার্নার। অজি তাপকাকে যে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে সেই কথা জানিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ Lionel Messi: মেসির অবিশ্বাস্য গোল, স্তম্ভিত-হতবাক গোটা বিশ্ব, অবাক এমবাপে-নেইমার, দেখুন ভিডিও
advertisement
কিন্তু এবার ডেভিড ওয়ার্নারকে নিয়েও সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস। কারণ দিল্লি টেস্টে মহম্মদ শামির বলে হাতে চোট পান ওয়ার্নার। সেই কারনে আর ম্যাচে খেলতে পারেননি অজি ওপেনার। পরে চোট পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ডান হাতের হাড়েও চিড় ধরেছে ওয়ার্নারের। যার ফলে ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্টেও পাওয়া যাবে না ওয়ার্নারকে। আইপিএলের আগে ওয়ার্নার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
ডেভিড আইপিএলের আগে সুস্থ হয়ে হয়ে উঠলেও আরও একটি সমস্যা হল তার ফর্ম। কারণ ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি ডেভিড ওয়ার্নারকে। চোটের কারমে বাইরে থাকার কারণে ফর্মে ফেরার কোনও সুযোগও থাকছে না। এই পরিস্থিতিতে ওয়ার্নারকে দিল্লির অধিনায়ক করা মানে অনেকটাই ঝুঁকি নেওয়া। আইপিএল শুরুর দেড় মাসও বাকি নেই। অ। নতুন অধিনায়ক কে হবেন তা বাছতে নাজেহাল দিল্লি শিবির।