ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া রাইটস বিক্রি করার কাজ শুরু করেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া রাইটস থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় ৪০ হাজার থেকে শুরু করে ৪৫ হাজার কোটি টাকা পেতে পারে।
আরও পড়ুন- বিরাট মন্ত্রে দীক্ষিত হয়ে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত
advertisement
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত হয়েছে আরও নতুন দুটি দল। লখনউ এবং আহমেদাবাদ প্রথম সুযোগ পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার। এর ফলে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোট দলের সংখ্যা ১০। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর মেগা নিলাম হতে চলেছে।
ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২৩ সালে ৭৪টি ম্যাচ, ২০২৪ ও ২০২৫ সালে ৮৪টি ম্যাচ, ২০২৬ ও ২০২৭ সালে ৯৪টি ম্যাচ আয়োজন করতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২১ সালে মোট ৬০টি ম্যাচ খেলা হয়েছিল। কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে। এই কারনেই ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া রাইটস থেকে তাদের ভাল আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রাইটস ক্রয় করেছিল স্টার ইন্ডিয়া প্রায় ১৬,৩৪৭.৫ কোটি টাকায়। এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রাইটস কেনার জন্য অনেক বড় কোম্পানি ময়দানে নেমেছে।
খেলোয়াড়দের ওয়ার্কলোড বাড়বে -
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের সংখ্যা বাড়ার অর্থ হল খেলোয়াড়দের ওয়ার্কলোড বেড়ে যাওয়া। এর মধ্যেই আইসিসি (ICC) ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে বড় টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে খেলোয়াড়দের ওয়ার্কলোড বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপার্জনও বেড়ে যাবে।
আরও পড়ুন- করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, ঈশানকে একদিনের দলে নিল ভারত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ এর মেগা নিলামে প্রত্যেকটি দলের মোট টাকার পরিমাণ বাড়িয়ে ৯০ কোটি টাকা করে দেওয়া হয়েছে, যা দিয়ে তারা একটি দল গড়তে পারবে। আগের বছরে এর পরিমাণ ছিল ৮৫ কোটি টাকা।
টেস্ট এবং একদিনের ম্যাচে পড়বে এর প্রভাব -
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর প্রায় সবকটি দেশেই শুরু হয়েছে টি২০ লিগ। এর ফলে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা বিভিন্ন দেশে শুধু টি ২০ লিগ খেলে বেড়াচ্ছে। এতে তাদের আয় অনেক বেশি হচ্ছে, এর ফলে তারা দেশের হয়ে খেলার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে না।
এর মধ্যেই যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের সংখ্যা আরও বেড়ে যায়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে টেস্ট এবং একদিনের ম্যাচের ওপরে।