রাজস্থান রয়্যালসে দেবদত্ত পডিক্কাল (Devdutt Padikkal), শিমরন হেটমেয়ার (Shimron Hetmyer), ট্রেন্ট বোল্ট (Trent Boult), আর অশ্বিন (R Ashwin), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মতো ধামাকাদার প্লেয়াররা রয়েছেন৷ নিলামে কিনে নেওয়া এই প্লেয়ররা কাঁপকাঁপি পারফরম্যান্স করছেন৷ এছাড়াও নজরে থাকবে রাসি বান ডের ডুসেন, ওবেড ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণা, নাথল কুল্টর নাইল আর জেসম নিশমের দিকেও নজর থাকবে৷
advertisement
দেশি -বিদেশি প্লেয়ার নিয়ে একেবারে ব্যালান্সড দল হয়েছে৷ আইপিএল ২০২২ এ -র পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে হবে৷ রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনাও চলছে সব মহলে৷ দুই দলের মধ্যে খেলা হবে পুণের এমসিএ স্টেডিয়ামে হবে৷ দুই দলই চাইছে জয় দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করা৷ গত বছরে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের খেলা খুবই লজ্জাজনক পারফরম্যান্স ছিল৷ এক বছর আগের সেই অতীত ভুলে তারা নতুনভাবে শুরু করতে চাইবে৷
আরও পড়ুন - Health Tips: গরমে শরীর ভাল রাখবে সব দিক দিয়ে, ‘মৌরি মিছরি জল’ বানান এভাবে, হবে ম্যাজিক
আইপিএলে এখনও অবধি রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ১৫ টি ম্যাচ হয়েছে৷ যার মধ্যে সানরাইজার্স ৮ বার রাজস্থান রয়্যালস ৭ ম্যাচ জিতেছে৷ এই পরিসংখ্যান অনুযায়ি বোঝাই যাচ্ছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কল, যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, শিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, জেমস নিশম, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট৷