TRENDING:

Maxwell RCB captain : বিরাটের পরামর্শেই এবার ম্যাক্সওয়েলকে অধিনায়ক করার ভাবনায় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Last Updated:

IPL 2022 RCB can select Glenn Maxwell as captain. অপায়া বিরাটের' বোতলে আরসিবির নতুন অধিনায়ক কে? বিরাট অধিনায়ক হিসেবে পছন্দ করছেন ম্যাক্সওয়েলকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাট অধিনায়ক হিসেবে পছন্দ করছেন ম্যাক্সওয়েলকে
বিরাট অধিনায়ক হিসেবে পছন্দ করছেন ম্যাক্সওয়েলকে
advertisement

আরও পড়ুন - India vs South Africa: ওমিক্রন উদ্বেগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি নন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ! সিরিজ ঘিরে ফের অনিশ্চয়তা

আইপিএলের মঞ্চে বার বার সাড়া জাগিয়েও খেতাব অধরাই থেকে গিয়েছে আরসিবি’র। বিরাটের নেতৃত্বেও অধরা মাধুরি স্পর্শে ব্যর্থ বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছেন কোহলি। তবে আরসিবি’র সঙ্গে তাঁর হৃদয়, মন একাত্ম। তাই তিনি আর কোনও দলের জার্সি পরে খেলার কথা ভাবছেন না বলে আগেই জানিয়েছেন। সেই মতো বেতন কমিয়ে আরও তিন বছর আরসিবি’তেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ভিকে। আগে পেতেন ১৭ কোটি বছরে। এখন পাবেন ১৫ কোটি ( 15 crore salary)।

advertisement

আরও পড়ুন - Vijay Hazare Trophy: Bengal Cricket: বিজয় হাজারেতে বাংলার নেতা সুদীপ, দলের ব্যাটিং নিয়ে চিন্তায় কোচ অরুণলাল

নেতৃত্ব ছাড়ার কারণেই কি বেতন কমল? ভুল ভাঙিয়েছেন আরসিবি’র এক কর্তা, বিরাট দলের স্বার্থে বেতন নিজে থেকেই কমিয়েছে। যাতে আমরা নিলামে আরও ভালে ক্রিকেটার নিতে পারি। কোহলি ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল, সিরাজকে (Mohammed Siraj) রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। সব কিছু ঠিক থাকলে ম্যাক্সওয়েল( Glenn Maxwell captain RCB). আসন্ন মরশুমে আরসিবি’কে নেতৃত্ব দিতে পারেন। এবি ডি ভিলিয়ার্স ( AB de Villiers retire) এবার নেই। তাই বিরাট ছাড়া দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি ম্যাক্সওয়েল।

advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও পঞ্চম বোলারের দায়িত্ব সামলাতে পারেন। আরব আমিরাতে শেষবার আইপিএলে দুরন্ত ব্যাট করেছিলেন ম্যাড ম্যাক্স। একটা সময় ক্যারিয়ার শেষ হতে বসেছিল। ডেকে নিয়ে এসে সুযোগ দিয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকে ম্যাক্সওয়েল যেন বদলে গেছেন। এদিকে, লোকেশ রাহুলকে নিয়ে বিতর্ক থামছে না। পঞ্জাব কিংসের অভিযোগ, গোপনে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন লোকেশ। তাই তিনি পঞ্জাব কিংসে থাকতে চাইছেন না।

advertisement

বিসিসিআই তদন্ত করে সিদ্ধান্ত নেবে। লোকেশ অবশ্য ইতিমধ্যে লখনউ ফ্র্যাঞ্চাজির সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছে।চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি যেন একে অপরের পরিপূরক। নিজের বেতন কমিয়ে প্রিয় দলে থেকে গিয়েছেন তিনি। সিএসকে’র দল গঠনে এবারও অগ্রণী ভূমিকায় ধোনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চেন্নাই দলে সবচেয়ে বেশি বেতন (১৬ কোটি) পাচ্ছেন রবীন্দ্র জাদেজা। দুরন্ত ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়কেও রেখে দিয়েছে তারা। তবে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে বিরাট কোহলির আরসিবি যদি আইপিএল চ্যাম্পিয়ন হয়, তাহলে ম্যাক্সওয়েলের নাম লেখা থাকলেও, পর্দার আড়ালে থাকবেন বিরাটই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Maxwell RCB captain : বিরাটের পরামর্শেই এবার ম্যাক্সওয়েলকে অধিনায়ক করার ভাবনায় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল