সেখানে পয়েন্ট টেবলে টপে রয়েছে লখনউ সুপার জায়ন্টস ৷ লম্বা সময়ে এক নম্বরে থাকা গুজরাত টাইটান্সকে এক থেকে তারা রানরেটে এগিয়ে রয়েছে৷ এই দুই দলই ১১ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচ জিতেছে৷ তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থানের মতোই ১৪ পয়েন্টে রয়েছে৷ রানরেটের বিচারে আরসিবি রাজস্থানের পর চতুর্থ স্থান রয়েছে৷
advertisement
বাটলার এবং চাহালের দাপট প্রবল
দিল্লি ক্যাপিটাল্স ৫ ম স্থানে, সানরাইজার্স হায়দরাবাদ ৬ নম্বরে, ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস৷ আইপিএলের ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে নিচে ১০ নম্বরে রয়েছে৷ তাই তাদের এবারের মতো প্লে অফের আশা শেষ৷ কিন্তু বাকি দলগুলি এখনও অবধি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, তারা যে কোনও মুহূর্তে খেলায় অঘটন ঘটাতে পারে৷
রাজস্থানের জস বাটলারের কাছে অরেঞ্জ ক্যাপ রয়েছে৷ বাটলার ১১ ম্যাচে ৬১৮ রান করেছে৷ যার মধ্যে ৩ টি শতরান ও ৩ টি অর্ধশতরান রয়েছে৷ বাটলারের সঙ্গে অরেঞ্জ ক্যাপের রেসে দ্বিতীয় স্থান কেএল রাহুলষ তিনি ১১ ম্যাচে ৪৫১ রান করেছেন৷ এদিকে রাজস্থানের যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের মালিকা৷ তার ১১ ম্যাচে ২২ উইকেট রয়েছে৷ চাহালকে কড়া টক্কর দিতে পারেন হসরঙ্গা৷ যনি ১২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন৷