এদিন মাত্র ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ৷ ঝোড়ো ইনিংসে কেকেআরের দারুণ বোলিং লাইনআপকে তিনি এদিন একেবারে দিশেহারা করে দেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
আরও পড়ুন - চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে
advertisement
পাশাপাশি অন্য এন্ডে খানিকটা সংযত অথচ ব্যাট চালিয়ে খেলে দিল্লিকে জবরদস্ত শুরু দেন ডেভিড ওয়ার্নার৷ পৃথ্বী এবং ওয়ার্নার জুটিতে ওঠে ৯৩ রান৷ পৃ্থ্বী আউট হওয়ার পরে অধিনায়ক ঋষভ পন্থ নামলেও তেমন বড় কিছু করে উঠতে পারেননি দিল্লি অধিনায়ক৷ ঋষভ পন্থ এদিন ১৪ বলে ২৭ রান করে ফিরে যান৷ তাঁর ইনিংসে ২ টি চার ও ২ টি ছয় মারেন৷ কিন্তু এই রানকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি তিন৷
এরপরে অবশ্য ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ক্রিকেটাররা শুরুর মোমেন্টামকে টানতে পারেননি৷ ললিত যাদব ও রম্ভান পাওয়েল কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি৷
ডেভিড ওয়ার্নার এদিন ৪৫ বলে ৬১ করে উমেশ যাদবের শিকার৷ ৬ টি চার ও ২ টি ছয় মারেন তিনি৷ এদিন শুরুতে উমেশ যাদব বড় কিছু করতে না পারলেও সেট ব্যাটসম্যান ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন৷
এদিন কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী প্রথম ব্রেক থ্রু দেন৷ আগুন ঝরানো পৃ্থ্বীকে আউট করে দেন তিনি৷ আন্দ্রে রাসেল নেন অধিনায়ক ঋষভ পন্থের উইকেট৷