সর্বাধিক মাত্র চার জন ক্রিকেটারই প্রত্যেক দল ধরে রাখতে পারত ৷ আর সেই বাছাইয়ের কাজটা ছিল স্বভাবতই অত্যন্ত কঠিন ৷ কেকেআর যেমন আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ধরে রেখেছে, তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কোহলি, ম্যাক্সওয়েলদের এ বছর ধরে রাখতে সফল ৷ আরসিবি, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো অনেক দলই চার জনের কম ক্রিকেটার রিটেন করেছেন আগামী মরশুমের জন্য ৷ অর্থাৎ আসল ‘খেলা হবে’ আইপিএলের নিলাম টেবিলেই ৷
advertisement
একনজরে দেখে নেওয়া যাক কোন দল কত টাকায় ক্রিকেটার রিটেন করল
মুম্বই ইন্ডিয়ান্স
১. রোহিত শর্মা- ১৬ কোটি
২. জসপ্রীত বুমরাহ- ১২ কোটি
৩. সূর্যকুমার যাদব- ৮ কোটি
৪. কিয়েরন পোলার্ড- ৬ কোটি
দিল্লি ক্যাপিটালস
১. ঋষভ পন্থ- ১৬ কোটি
২. অক্ষর প্যাটেল- ৯ কোটি
৩. পৃথ্বী শ- ৭.৫ কোটি
৪. অ্যানরিচ নখিয়া- ৬.৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স
১. আন্দ্রে রাসেল- ১২ কোটি
২. বরুণ চক্রবর্তী- ৮ কোটি
৩. বেঙ্কটেশ আইয়ার- ৮ কোটি
৪. সুনীল নারিন- ৬ কোটি
চেন্নাই সুপার কিংস
১. রবীন্দ্র জাদেজা- ১৬ কোটি
২. এমএস ধোনি- ১২ কোটি
৩. মইন আলি- ৮ কোটি
৪. রুতুরাজ গায়কোয়াড়- ৬ কোটি
রাজস্থান রয়্যালস
১. সঞ্জু স্যামসন- ১৪ কোটি
২. জস বাটলার- ১০ কোটি
৩.যশস্বী জয়সওয়াল- ৪ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১. বিরাট কোহলি- ১৫ কোটি
২. গ্রেন ম্যাক্সওয়েল- ১১ কোটি
৩. মহম্মদ সিরাজ- ৭ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ
১. কেন উইলিয়মসন- ১৪ কোটি
২. আব্দুল সামাদ- ৪ কোটি
৩. উমরান মালিক- ৪ কোটি
পঞ্জাব কিংস
১. ময়াঙ্ক আগরওয়াল- ১২ কোটি
২. অর্শদীপ সিং- ৪ কোটি
- নিলামের জন্য কোন দলের কাছে কত টাকা আর হাত রয়েছে ?
পঞ্জাব কিংস- ৭২ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ৬৮ কোটি
রাজস্থান রয়্যালস- ৬২ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫৭ কোটি
চেন্নাই সুপার কিংস- ৪৮ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ৪৮ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ৪৮ কোটি
দিল্লি ক্যাপিটালস- ৪৭.৫ কোটি
আরও পড়ুন-ভেঙ্কটেশ, বরুণ, রাসেল, নারিনকে ২০২২ আইপিএলের জন্য ধরে রাখল কেকেআর
আরসিবি দলে থাকলেও ২০২২ আইপিএলে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না কোহলিকে ৷ সেটা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন ৷ কোহলি জানান , ‘‘আরও তিন বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারব। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমার বিশ্বাস, এবার আমরা সেরা ফল করব। ’’