ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ি বিসিসিআই (BCCI) আয়োজন করার জন্য ঘরের বাইরের বিকল্প নিয়েই জোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে৷ তাই তাদের নজরে এখন বিদেশি ভ্যেনু (IPL 2022 Venue) ৷ সূত্র জানিয়েছে, ‘আমরা সব বিকল্প খুঁজছি, এতে দেশের বাইরের ভ্যেনুও সামিল রয়েছে৷ কন্তু নিশ্চিতভাবেই আমাদের নজর ভারতে আইপিএল আয়োজনের ওপরেই আছে৷ এখনও অবধি প্রাথমিক নিলাম হয়েছে৷ আমরা দ্রুত সিদ্ধান্ত নেব৷’’ গত কয়েকদিনে ক্রমবর্ধমান করোনার কেস (Coronavirus) কারণে বোর্ড (BCCI) রনজি ট্রফি সহ তিনটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন অনিশ্চিত সময়ের জন্য স্থগিত করে দিয়েছে৷
advertisement
আরও পড়ুন - Exercise: ওজন কমাতে প্রতি দিন ঘাম ঝরিয়ে ব্যায়াম করছেন! জানেন এর কী কুফল কী হতে পারে?
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইপিএল (IPL) আয়োজনের পক্ষে
আরও পড়ুন - Lifestyle: Isolation এবং Qurantine সময় কমিয়ে দিয়েছে মার্কিন দেশ, ভারতও কি তাই করবে?
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কয়েকদিন আগে বলেছিলেন বোর্ড দেশের মাটিতেই (IPL 2022 Venue) আইপিএল আয়োজন করতে চায়৷ কিন্তু করোনার কেস সকলের জন্যেই চিন্তার৷ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসবে৷ এরপর শ্রীলঙ্কাও ভারতে আসবে৷ টি টোয়েন্ট লিগের মেগা অকশন সামনে মাসে আয়োজন হওয়ার কথা৷ কিন্তপ এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিষয়েই কোনও বিবৃতি পাওয়া যায়নি৷
