TRENDING:

IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট

Last Updated:

দেশে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে৷ রবিবার সারা দেশে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ (Covid 19) নতুন সংক্রমিতের সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়েছে৷ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কয়েকদিন আগে বলেছিলেন বোর্ড দেশের মাটিতেই (IPL 2022 Venue) আইপিএল আয়োজন করতে চায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশে করোনা ভাইরাসের (Coronavirus)  সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে৷ রবিবার সারা দেশে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ (Covid 19) নতুন সংক্রমিতের সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়েছে৷ করোনা ভাইরাসের (Coronavirus) এই রকম বৃদ্ধির মধ্যেই আইপিএল ২০২২(IPL 2022) আয়োজন ফের একবার বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ গত বছর করোনার কারণে ভারতে টুর্নামেন্ট আয়োজন হলেও মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়৷ আইপএলের (IPL) দ্বিতীয় পর্ব আয়োজন হয় সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আইপিএল ২০২০ (IPL 2021) পুরো টুর্নামেন্ট আয়োজন হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আইপিএল ২০২২-র (IPL 2022) মরশুম ভারতের মাটিতে আয়োজন (IPL 2022 Venue) করা বিসিসিআইয়ের (BCCI) পক্ষে কার্যত দুঃসাধ্য বলেই মনে হচ্ছে৷ এই বারই প্রথম ৮-র বদলে ১০ দলের আইপিএল (IPL) আয়োজন করা হবে৷ অর্থাৎ খেলোয়াড়ের সংখ্যাও গতবারের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাবে৷
ipl 2022- Photo- PTI
ipl 2022- Photo- PTI
advertisement

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ি বিসিসিআই (BCCI) আয়োজন করার জন্য ঘরের বাইরের বিকল্প নিয়েই জোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে৷ তাই তাদের নজরে এখন বিদেশি ভ্যেনু (IPL 2022 Venue) ৷ সূত্র জানিয়েছে, ‘আমরা সব বিকল্প খুঁজছি, এতে দেশের বাইরের ভ্যেনুও সামিল রয়েছে৷ কন্তু নিশ্চিতভাবেই আমাদের নজর ভারতে আইপিএল আয়োজনের ওপরেই আছে৷ এখনও অবধি প্রাথমিক নিলাম হয়েছে৷ আমরা দ্রুত সিদ্ধান্ত নেব৷’’ গত কয়েকদিনে ক্রমবর্ধমান করোনার কেস (Coronavirus) কারণে বোর্ড (BCCI) রনজি ট্রফি সহ তিনটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন অনিশ্চিত সময়ের জন্য স্থগিত করে দিয়েছে৷

advertisement

আরও পড়ুন - Exercise: ওজন কমাতে প্রতি দিন ঘাম ঝরিয়ে ব্যায়াম করছেন! জানেন এর কী কুফল কী হতে পারে?

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইপিএল  (IPL) আয়োজনের পক্ষে

আরও পড়ুন - Lifestyle: Isolation এবং Qurantine সময় কমিয়ে দিয়েছে মার্কিন দেশ, ভারতও কি তাই করবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়  (Sourav Ganguly) কয়েকদিন আগে বলেছিলেন বোর্ড দেশের মাটিতেই (IPL 2022 Venue) আইপিএল আয়োজন করতে চায়৷ কিন্তু করোনার কেস সকলের জন্যেই চিন্তার৷ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের ক্রিকেট খেলতে ভারতে আসবে৷ এরপর শ্রীলঙ্কাও ভারতে আসবে৷ টি টোয়েন্ট লিগের মেগা অকশন সামনে মাসে আয়োজন হওয়ার কথা৷ কিন্তপ এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিষয়েই কোনও বিবৃতি পাওয়া যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল Venue নিয়ে জোর চিন্তায় BCCI, করোনার বাড়বাড়ন্তে ফের কি বিদেশেই টুর্নামেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল