TRENDING:

IPL 2021: বাবা আউট হতেই যা করল AB De Villiers- ছেলে, মাঠের Video Viral

Last Updated:

IPL 2021: মিস্টার ৩৬০ ডিগ্রি নামে খ্যাত এবি ডিভিলিয়ার্সের (AB De Villers) ব্যাট চুপ করে রয়েছে৷ তিনি মাত্র ১১ রান করে আউট হয়েছেন৷ ভিডিও ভাইরাল (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে (IPL 2021)  সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হচ্ছে ৷ প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গে প্লে অফের দৌড় আরও আকর্ষণীয় হয়ে উঠছে৷ রবিবার খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB vs MI) লড়াই হয়েছিল৷ তাতে বিরাট বাহিনী মুম্বইতে ৫৪ রানে হারিয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে৷ সংযুক্ত আরব আমিরশাহিতে ৭ টি হারের পর আরসিবি প্রথম জয়৷ এই ম্যাচে আরসিবি -র জার্সিতে অধিনায়ক বিরাট কোহলি (৫১) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫৬) ছাড়া বাকি কেউ বড় রান করতে পারেনি৷ বিশেষ করে মিস্টার ৩৬০ ডিগ্রি নামে খ্যাত এবি ডিভিলিয়ার্সের (AB De Villers) ব্যাট চুপ করে রয়েছে৷ তিনি মাত্র ১১ রান করে আউট হয়েছেন৷
ab de villier's son shows emotional reaction after his father gets out video
ab de villier's son shows emotional reaction after his father gets out video
advertisement

আরও পড়ুন - IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

ডিভিলিয়ার্সের (AB De Villers) ম্যাচের দরুণ মাঠে হাজির ছিলেন স্ত্রী ড্যানিয়েল এবং সন্তান৷ পরিবার এছাড়া ফ্যানরাও আশা করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে ডিভিলিয়ার্সের ব্যাট ফের ঝড় তুলবে৷ কোহলি আউট হয়েছেন তারপর ১৬ ওভারে খেলতে নামেন৷ পরের ওভারে জসপ্রীত বুমরাহ বল করতে আসেন৷ ডিভিলিয়ার্স তাঁর এই ওভারে একটি ছক্কা ও একটি চার রান করার পর শানদার শুরু করেন৷ ফ্যানরা ভেবেছিলেন এবার এবি ডিভিলিয়ার্সের ব্যাট ফের দাপট দেখাবে৷ যদিও এরকম দেখা যায়নি৷ এরপরে বুমরাহ আরসিবি -র ইনিংস ১৯ তম ওভারে বল করতে আসেন৷ তিনি তৃতীয় বলে ম্যাক্সওয়েল ট্রেন্ট বোল্টেক হাতে ক্যাচ আউট হয়ে যান৷ পর ডিভিলিয়ার্স তাঁর পরের দুই বলের মধ্যেই শিকার হন৷

advertisement

আরও পড়ুন - Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল Rain, Kolkata ও দক্ষিণবঙ্গে

বুমরাহ অফস্টাম্পে -র বাইরের বল শর্ট বলে ডিভিলিয়ার্স আপারকাট করতে যান৷ বল -ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে চলে যায়৷ ডিভিলিয়ার্স আউট হতেই স্টেডিয়ামে বসে থাকা এবি ডিভিলিয়ার্সের ছেলে নিরাশ হয়ে যান৷ সে নিজের সিটেই হাত দিয়ে ঘুঁষি মারে৷ ডিভিলিয়ার্সের স্ত্রী ছেলের হাত ধরে নেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল () হয়ে যায়৷ যাতে পরিষ্কার দেখা যাচ্ছে ডিভিলিয়ার্স আউট হতেই কী করে তাঁর পরিবার নিরাশায় ডুবে গিয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডিভিলিয়ার্স (AB De Villers) ৩ ম্যাচে মাত্র ২৩ রান করেন৷ আইপিএল ২০২১ -র (IPL 2021) দ্বিতীয় রর্বে আরসিবি এখনও অবধি তিনটি ম্যাচ খেলে ফেলেছে৷ কিন্তু ডিভিলিয়ার্সের () ব্যাট একবার নিজের জাত চেনায়নি৷ ৩ ম্যাচে তিন ০, ১২ ও ১১ রান করেছেন৷ এই মরশুমে এখনও অবধি ১০ ম্যাচে ২৩০ রান করেছেন তিনি৷ প্রথম পর্বে দুটি অর্ধশতরান করেছেন তিনি৷ মুম্বইয়ের বিরুদ্ধে তিনি ভালোই শুরু করেছিলেন কিন্তু বুমরাহের বোলিংয়ের কারণে তিনি আউট হয়েছেন৷ তিনি মাত্র ১১ রানে আউট হন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: বাবা আউট হতেই যা করল AB De Villiers- ছেলে, মাঠের Video Viral
Open in App
হোম
খবর
ফটো
লোকাল