আরও পড়ুন - IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল
ডিভিলিয়ার্সের (AB De Villers) ম্যাচের দরুণ মাঠে হাজির ছিলেন স্ত্রী ড্যানিয়েল এবং সন্তান৷ পরিবার এছাড়া ফ্যানরাও আশা করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে ডিভিলিয়ার্সের ব্যাট ফের ঝড় তুলবে৷ কোহলি আউট হয়েছেন তারপর ১৬ ওভারে খেলতে নামেন৷ পরের ওভারে জসপ্রীত বুমরাহ বল করতে আসেন৷ ডিভিলিয়ার্স তাঁর এই ওভারে একটি ছক্কা ও একটি চার রান করার পর শানদার শুরু করেন৷ ফ্যানরা ভেবেছিলেন এবার এবি ডিভিলিয়ার্সের ব্যাট ফের দাপট দেখাবে৷ যদিও এরকম দেখা যায়নি৷ এরপরে বুমরাহ আরসিবি -র ইনিংস ১৯ তম ওভারে বল করতে আসেন৷ তিনি তৃতীয় বলে ম্যাক্সওয়েল ট্রেন্ট বোল্টেক হাতে ক্যাচ আউট হয়ে যান৷ পর ডিভিলিয়ার্স তাঁর পরের দুই বলের মধ্যেই শিকার হন৷
advertisement
আরও পড়ুন - Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ প্রবল Rain, Kolkata ও দক্ষিণবঙ্গে
বুমরাহ অফস্টাম্পে -র বাইরের বল শর্ট বলে ডিভিলিয়ার্স আপারকাট করতে যান৷ বল -ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে চলে যায়৷ ডিভিলিয়ার্স আউট হতেই স্টেডিয়ামে বসে থাকা এবি ডিভিলিয়ার্সের ছেলে নিরাশ হয়ে যান৷ সে নিজের সিটেই হাত দিয়ে ঘুঁষি মারে৷ ডিভিলিয়ার্সের স্ত্রী ছেলের হাত ধরে নেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল () হয়ে যায়৷ যাতে পরিষ্কার দেখা যাচ্ছে ডিভিলিয়ার্স আউট হতেই কী করে তাঁর পরিবার নিরাশায় ডুবে গিয়েছিল৷
ডিভিলিয়ার্স (AB De Villers) ৩ ম্যাচে মাত্র ২৩ রান করেন৷ আইপিএল ২০২১ -র (IPL 2021) দ্বিতীয় রর্বে আরসিবি এখনও অবধি তিনটি ম্যাচ খেলে ফেলেছে৷ কিন্তু ডিভিলিয়ার্সের () ব্যাট একবার নিজের জাত চেনায়নি৷ ৩ ম্যাচে তিন ০, ১২ ও ১১ রান করেছেন৷ এই মরশুমে এখনও অবধি ১০ ম্যাচে ২৩০ রান করেছেন তিনি৷ প্রথম পর্বে দুটি অর্ধশতরান করেছেন তিনি৷ মুম্বইয়ের বিরুদ্ধে তিনি ভালোই শুরু করেছিলেন কিন্তু বুমরাহের বোলিংয়ের কারণে তিনি আউট হয়েছেন৷ তিনি মাত্র ১১ রানে আউট হন৷