#নয়াদিল্লি : বঙ্গোপসাগরের খাঁড়িতে (Bay Of Bengal) তৈরি হওয়া সাইক্লোন গুলাবের Gulab Cyclone) জেরে পশ্চিমবঙ্গ (Bengal)) সহ একাধিক রাজ্যে বৃষ্টির (rain) পূর্বাভাস (weather update) জারি করেছে আইএমডি৷ কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গে দুপুর থেকে আবহাওয়ার অবনতি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) আবহাওয়ার পূর্বাভাস জারি৷ এদিকে সোমবার তাও কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার (weather update) আরও অবনতি হওয়ার সম্ভবনা৷ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷ Photo Courtesy-IMD/Sattelite Picture
এদিকে শুধু গুলাবই নয় বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘণীভূত হয়েছে আরও একটি গভীর নিম্নচাপ যা মায়নামারের কাছে উৎপন্ন হয়েছে৷ যা ফের একটি সাইক্লোনে পরিণত হতে পারে৷ গত ২৪ ঘণ্টাতেও পশ্চিমবঙ্গের (Bengal) একাধিক অংশে প্রবল বৃষ্টিপাত (Rain) হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় জারি ওয়েদার আপডেটে (weather update) ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ Photo-File
আইএমডি-র খবর অনুযায়ি বুধবারও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ও পুরুলিয়া জেলার একাধিক এলাকা ভারী বৃষ্টির ওয়েদার আপডেট (weather update) রয়েছে৷ মৌসম বিভাগ জানিয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা দিয়ে গুলাব প্রবেশ করার ফলে সকালেই দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির (Rain) সম্ভবনা জারি৷ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও বহু জায়গায় সোমবার প্রবল বৃষ্টি হবে৷ Photo Courtesy-IMD/Sattelite Picture