আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হল ৷ এবার দুবাইয়ে ট্রফি জেতার পর কি আইপিএলকেও বিদায় জানাতে চলেছেন ধোনি ৷ এই প্রশ্ন সবার মাথাতেই ঘুরছে ৷ চেন্নাই এ বছর চ্যাম্পিয়ন না হলেও এই প্রশ্ন একটা থেকেই যেত ৷ যদিও শুক্রবার ফাইনাল ম্যাচ শেষে ধোনি যা বলেছেন, তাতে অবশ্য ধোঁয়াশা থেকেই গেল ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে প্রশ্ন করেন, ‘‘ছেড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের জন্য যা রেখে গেলেন, তার জন্য আপনি নিশ্চই গর্বিত।’’ ধোনির জবাব, ‘‘আমি এখনও ছেড়ে যাইনি...।’’
advertisement
দুবাইয়ের গোটা স্টেডিয়ামে চেন্নাই সমর্থকদের তখন বাড়তি আনন্দ। তা হলে কি তাদের প্রিয় ক্রিকেটার সামনের বছরও হলুদ জার্সি পরে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাব অবশ্য দেননি ধোনি। তাই আইপিএলে মাহির খেলা চালিয়ে যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল ৷ যার উত্তর একমাত্র ধোনি ছাড়া আর কারোর কাছেই নেই ৷
৪০ বছর বয়সে আইপিএল ট্রফি জিতে নতুন রেকর্ড করলেন ধোনি। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়ার্নের দখলে ৷ ৩৯ বছর বয়সে তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস ৷ ধোনি শুধু বলেন, ‘‘সামনের বছর আমি থাকব কি না, সেটা বিসিসিআইয়ের উপর নির্ভর করছে। দুটো নতুন দল বাড়ছে। অনেক নিয়মই বদলে যাবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সিএসকে-র কী করলে ভালো হয়, তা ভেবেই ৷’’