TRENDING:

Glenn Maxwell: গ্লেন ম্যাক্সওয়েলর ক্যাচটা দেখেছেন কি? আইপিএল ২০২২ -র সেরা ক্যাচই দেখেননি!

Last Updated:

ম্যাক্সওয়েলের নায়কোচিত ক্যাচ নিয়ে বিরাট কোহলি মুগ্ধ হয়ে যাচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে খুবই চর্চা শুরু হয়ে গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অ্যাথলেটিক্সের দারুণ কারিগরি, বাইশ গজের পিচে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) স্পোর্টিং অ্যাবিলিটি দেখে মুগ্ধ হয়ে গেলেন খোদ আরসিবি -র বিরাট কোহলি৷  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে যদি প্লে অফে যেতে হত তাহলে এই ম্যাচ জিততেই হত৷ আর সেই ম্যাচেই  শুভমান গিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়৷ গুজরাত টাইটান্স এদিন ওয়াংখেড়েতে ম্যাচ হেরে গেল৷ হার্দিক পান্ডিয়ার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিনে জয় অধরাই থেকে গেল তাদের৷
Glenn Maxwell takes stunner catch of Shubman Gill
Glenn Maxwell takes stunner catch of Shubman Gill
advertisement

আইপিএল ২০২২ (IPL 2022) র ৬৭ তম ম্যাচে আরসিবিকে শুরুর দিকেই অর্থাৎ পাওয়ার প্লে তে ব্রে থ্রু এনে দেন৷ ম্যাক্সওয়েলের এক হাতে নেওয়া একটি অবাক করা ক্যাচ শুভমান গিলের ইনিংস খতম করে দেন৷ জস হেজেলউডের ওভারে এই ক্যাচ নেন তিনি৷ দেখে নিন ভাইরাল ভিডিও

শুভমান গিলর শটটি একটু ধীরে ছিল , ফলে আউট সুইঙ্গারের থিক এজ লেগে সেই শটটি থার্ডম্যানের দিকে চলে যায়৷ ম্যাক্সওয়েল স্লিপে ছিলেন সেখান থেকে ফুল লেংথ ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ ধরেন৷ ক্যাচটা এতটাই ভাল ছিল যে এটা আইপিএল ২০২২ -র নিশ্চিত ভাবে অন্যতম সেরা ক্যাচ৷

advertisement

আরও পড়ুন - Andrew Symonds Death: একদিনও বাবা -মাকে চোখে দেখেননি, ভেঙেছে প্রথম বিয়ে, সাইমন্ডসের ব্যক্তিগত জীবন

আরসিবি-র অস্ট্রেলিয়ান পেসার হেজেলউড টি টোয়েন্টি ১০০ উইকেট নিয়ে ফেললেন শুভমান গিলকে আউট করে৷ টি টোয়েন্টি ক্রিকেটে  প্রথম ওভারেই উইকেট নিয়ে নেন৷ ম্যাক্সওয়েলের  নায়কোচিত ক্যাচ নিয়ে বিরাট কোহলি মুগ্ধ হয়ে যাচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে খুবই চর্চা শুরু হয়ে গেছে৷

advertisement

নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘‘ ম্যাক্সওয়েলের  থেকে ব্লাইন্ডার এই মরশুমের অন্যতম সেরা৷ ট্যুইটার জানিয়েছে, ‘‘বিরাট কোহলির রিঅ্যাকশন আমাদের বলেছে যে এটা স্টানার৷’’

ম্যাচ নিয়ে কথা বলতে হলে আরসিবি বোলাররা হেজেলউড এবং ম্যাক্সওয়েল ২ টি করে উইকেট নেন৷ পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স প্লে অফ স্টেজের টিকিট আগেই পৌঁছে গিয়েছিল৷ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স এদিন বড় জয় পাওয়ার পর তাদের প্লে অফের আশা এখনও একেবারে টাটকা রয়ে গেল৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিনের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা দুরন্ত ব্যাটিং করেন৷ ডু প্লেসিস ৩৮ বলে ৪৪ করেন, তবে  বিরাট কোহলি এদিন ঝকঝকে ক্রিকেট খেলেন৷ ৫৪ বলে ৭৩ করেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয় মারেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Glenn Maxwell: গ্লেন ম্যাক্সওয়েলর ক্যাচটা দেখেছেন কি? আইপিএল ২০২২ -র সেরা ক্যাচই দেখেননি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল