অ্যান্ড্রু সাইমন্ডস মাঠে দাপুটে ক্রিকেটার হলেও মনের অভ্যন্তরে অত্যন্ত দুঃখ লুকিয়ে রাখা এক মানুষ ছিলেন তিনি৷ অ্যান্ডু সাইমন্ডসের (Andrew Symonds Death) স্ত্রী লরা তাঁর দুই সন্তানের মা তিনি৷ অ্যান্ড্রু সাইমন্ডসের দুই ছেলে মেয়ের নাম যথাক্রমে বিলি ও চোলে৷ নিজের ব্যক্তিগত জীবনে পূর্ণতা থাকলেও ছোটবেলায় বড় দুঃখে কেটেছে তাঁর৷
১৯৭৫ সালের ৯ জুন তাঁর জন্ম৷ তাঁর জন্ম হয় বার্মিংহ্যামে৷ নিজের বাবা -মাকে নিয়ে নিজেই দ্য ব্রেট লি পডকাস্টে বলেছিলেন৷ তিনি জানিয়েছেন তিনি এক দত্তক নেওয়া সন্তান৷ ফলে তিনি নিজের জন্মদাতা বাবা- মাকে কোনওদিন চোখের দেখাও দেখেননি৷ তিনি জানিয়েছেন তাঁর বাবা-মা র সঙ্গে কখনও দেখা হয়নি৷ মাত্র ৬ সপ্তাহ বয়স যখন তখনই তিনি দত্তক বাবা-মায়ের কাছে আসেন৷ তাঁর সন্তান দত্তকের জন্য আবেদন করেছিলেন৷
অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে লরার দেখা হয়েছিল ২০০৪ সালে৷ আর তাঁরা প্রথম সন্তান অর্থাৎ ছেলের জন্মানোর এক বছর বাদে ২০১৪ সালে বিয়ে করেন৷ বড় আজব ভাবে তাঁদের প্রেম তাঁদের দুজনের দেখা হয়েছিল রেসের মাঠে৷ একটি বেটিং টিপস চেয়ে লরাকে মেসেজ করেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস৷ তাঁর টিপে জেতেন তিনি৷ এরপর তাঁকে বেটিংয়ের জেতা টাকায় ডিনার ডেটে ডেকেছিলেন৷ এরপর থেকেই শুরু প্রেমের৷
ভীষণ ভাবেই নিজের মতো ছিলেন তিনি৷ মেয়ের জন্মের ঠিক আগেই আইপিএল না খেলে ক্রিকেট থেকে অবসর নিয়ে দেশে ফিরে আসেন৷ ফোনে স্বচ্ছন্দ ছিলেন না অ্যান্ড্রু সাইমন্ডস৷ বরং ব্যক্তিগত ভাবে সকলকে সময় দিতেন৷ভীষণ ভাবেই নিজের মতো ছিলেন তিনি৷ মেয়ের জন্মের ঠিক আগেই আইপিএল না খেলে ক্রিকেট থেকে অবসর নিয়ে দেশে ফিরে আসেন৷ ফোনে স্বচ্ছন্দ ছিলেন না অ্যান্ড্রু সাইমন্ডস৷ বরং ব্যক্তিগত ভাবে সকলকে সময় দিতেন৷