আরও পড়ুন-হায়দরাবাদকে ৮ উইকেটে দুমড়ে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁল ধোনির সিএসকে
চলতি আইপিএলে এটা দ্বিতীয় শতরান ওয়াটসনের ৷ আইপিএল ফাইনালেও এই নিয়ে দু’টো সেঞ্চুরি করা হয়ে গেল তাঁর ৷ অস্ট্রেলিয় অলরাউন্ডারের ব্যাট জ্বলে উঠল একেবারে ঠিক সময় ৷ এদিন স্কোরবোর্ড ৫১ বলে ওয়াটসন সেঞ্চুরি পূরণ করেছেন দেখালেও আদতে সেই সংখ্যাটা হবে ৪১ ৷ কারণ তাঁর দুর্দান্ত ইনিংসের প্রথম ১০টা বল কিন্তু ‘ডট’ ৷
advertisement
১৭৮ রানের পুঁজি নিয়ে দারুণভাবে বোলিং শুরু করেছিলেন হায়দরাবাদ বোলাররা ৷ ভুবনেশ্বর প্রথম ওভার মেডেনও করেন ৷ কিন্তু তখন কি কেউ ভেবেছিল , যে আর কিছুুক্ষণ পরেই অপেক্ষা করছে ওয়াটসন ঝড় ! সিএসকে ওপেনারের ইনিংসটি সাজানো ১১টি চার এবং ৮টি বিশাল ছক্কায় ৷ সন্দীপ শর্মাকে এক ওভারেই পরপর তিনটি ছক্কা মারেন ওয়াটসন ৷ ওখানেই ম্যাচ জেতার যাবতীয় আশা শেষ হয়ে যায় হায়দরাবাদের ৷ এবারের আইপিএলে ফাইনাল মিলিয়ে মোট চার বারের সাক্ষাতে চারবারই সানরাইজার্সকে হারাতে সফল ধোনির সিএসকে ৷