TRENDING:

এটা আমার অন্যতম সেরা ইনিংস : রাসেল

Last Updated:

গোটা ইনিংসটা সাজানো একটা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: গোটা ইনিংসটা সাজানো একটা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় ! এমন অতিমানবীয় ইনিংস কেকেআর দলে খেলার মতো লোক হাতে গোনাই কয়েকজন রয়েছে ৷ যাঁদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

কেকেআরের বরাবরের রান মেশিন এদিনও নিরাশ করেননি ৷ মাত্র ৩৬ বলে ৮৮ রানের ইনিংস খেলে দলকে দু’শোর গণ্ডী টপকালেন তিনি ৷ চিপকের এই ইনিংস যে তাঁর সেরা ইনিংসগুলির মধ্যে অন্যতম, সেটা মেনে নিয়েছেন রাসেল নিজেও ৷ রাসেল বলেন, ‘‘ এটা আমার স্পেশ্যাল ইনিংস ৷ কালিসের সঙ্গে নেটে এই নিয়ে প্রচুর খেটেওছি আমি ৷ ও আমায় বলেছিল যে মাঠে নেমে টিকে থাকতে হবে ৷ ব্যাট করার সময় ফোকাসটা থাকতে হবে শুধুমাত্র বলের উপর ৷ ব্র্যাভো আমার টিমমেট ৷ আমার ভাল বন্ধু ৷ কিন্তু ওর বলে যে শটটা মাঠের বাইরে আজ মেরেছি সেটা দারুণ লেগেছে আমার ৷ গত একবছরে অনেক কিছু শিখেছি ৷ কীভাবে ইনিংস গড়তে হয় সেটা শিখেছি ৷ উইকেট আজ ব্যাটিংয়ের জন্য ভাল ছিল ৷ যদিও সেরা উইকেট এটা নয় ৷ টিম মিটিংয়ে বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম ৷ সেগুলো মাঠে নেমে কাজে লাগাতে পেরেছি ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এটা আমার অন্যতম সেরা ইনিংস : রাসেল