TRENDING:

নাইটদের পারফরম্যান্সে খুশি শাহরুখ, ট্যুইটে দলকে কী বার্তা দিলেন কিং খান ? দেখে নিন

Last Updated:

মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে কখনই ভোলেন না শাহরুখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শেষবার তিনি যখন মাঠে এসেছিলেন ৷ তখন দলের দুর্দশা দেখেই মাঠ ছেড়েছিলেন ৷ কিন্তু ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ওই ম্যাচের পর থেকেই চিত্রটা বদলেছে ৷ পরপর দু’টো ম্যাচ জিতে এখন প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই এগিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ আপাতত লিগ টেবলে তিন নম্বরে রয়েছে তারা ৷ শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই প্লে অফে যাওয়া পাকা নাইটদের ৷ পঞ্জাব, রাজস্থানকে হারিয়ে এখন তাই চনমনে কেকেআর শিবির ৷ টিম মালিক শাহরুখ খানও স্বভাবতই খুশি কার্তিকদের পারফরম্যান্সে ৷
advertisement

আরও পড়ুন-রাত-বিরেতে ঋষভ পন্থকে ট্যুইট অভিনেত্রীর, খেলার জগতে কি নতুন প্রেমের শুরু !

মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে কখনই ভোলেন না শাহরুখ। এর আগে অধিনায়ক দীনেশ কার্তিকের অনুরোধে নিজের হাসিমুখের ছবি পোস্ট করেছিলেন ৷ এবার রাজস্থানকে হারানোর পর নাইট-মালিক ট্যুইটারে পোস্ট করলেন অধিনায়ক কার্তিকের হাসিমুখের ছবি । সেখানে লেখা, ‘‘এই হাসি যেন বজায় থাকে। দীনেশের হাসিমুখের ছবি আমার কাছে এসেও পৌঁছেছে। কুলদীপকে অভিনন্দন দুর্দান্ত বোলিং এবং অসাধারণ ইন্টারভিউ দেওয়ার জন্য। লিন যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আর সুনীল তো আগের মতোই অসাধারণ।’’ পাশাপাশি কিং খান প্রশংসা করেছেন, দলের দুই তরুণ তুর্কি প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভিরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
নাইটদের পারফরম্যান্সে খুশি শাহরুখ, ট্যুইটে দলকে কী বার্তা দিলেন কিং খান ? দেখে নিন