রাত-বিরেতে ঋষভ পন্থকে ট্যুইট অভিনেত্রীর, খেলার জগতে কি নতুন প্রেমের শুরু !

Last Updated:

আইপিএল-এ ঋষভের একটা মারকুটে সেঞ্চুরি দেখে মুগ্ধ হলেন অভিনেত্রী নুসরত ভারুচা।

#নয়াদিল্লি: এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা নজর কেড়েছেন ৷ আগামী দিনের তারকা হয়ে ওঠার মতো ক্ষমতা অনেক ক্রিকেটারদেরই রয়েছে ৷ ভবিষ্যতের তারকা হয়ে ওঠার তালিকায় প্রথমেই যাঁদের নাম থাকবে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ ৷ স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর খেলায় মুগ্ধ ৷ আগামী দিনে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকায় তিনি ঋষভকেই দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন ৷ দিল্লির এই ক্রিকেটারের জীবনে এবার কে এলেন ? রাত-বিরেতে তাঁকে নিয়ে কে ট্যুইট করছেন ?
Nushrat Bharucha Nushrat Bharucha
আইপিএল-এ ঋষভের একটা মারকুটে সেঞ্চুরি দেখে মুগ্ধ হলেন অভিনেত্রী নুসরত ভারুচা। ‘প্যায়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী । সেই নুসরত মজেছেন ঋষভের ব্যাটিংয়ে। তাঁর সেঞ্চুরি দেখে মুগ্ধ অভিনেত্রী এবার ট্যুইট করেও বসলেন ৷ নুসরত ট্যুইট করে জানান, ঋষভের ইনিংস দেখে তিনি এতটাই মুগ্ধ যে ম্যাচের পর হাইলাইটসও দেখেছেন তিনি ৷ উত্তরে নুসরতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ঋষভ ৷ আর এরপরই শুরু হয়েছে জোর গুঞ্জন ৷ অভিনেত্রী-ক্রিকেটারের মধ্যে কি কোনও নতুন রসায়ন ধীরে ধীরে গড়ে উঠছে ? এর উত্তর অবশ্য সময়ই দেবে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাত-বিরেতে ঋষভ পন্থকে ট্যুইট অভিনেত্রীর, খেলার জগতে কি নতুন প্রেমের শুরু !
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement