রাত-বিরেতে ঋষভ পন্থকে ট্যুইট অভিনেত্রীর, খেলার জগতে কি নতুন প্রেমের শুরু !
Last Updated:
আইপিএল-এ ঋষভের একটা মারকুটে সেঞ্চুরি দেখে মুগ্ধ হলেন অভিনেত্রী নুসরত ভারুচা।
#নয়াদিল্লি: এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা নজর কেড়েছেন ৷ আগামী দিনের তারকা হয়ে ওঠার মতো ক্ষমতা অনেক ক্রিকেটারদেরই রয়েছে ৷ ভবিষ্যতের তারকা হয়ে ওঠার তালিকায় প্রথমেই যাঁদের নাম থাকবে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ ৷ স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর খেলায় মুগ্ধ ৷ আগামী দিনে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকায় তিনি ঋষভকেই দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন ৷ দিল্লির এই ক্রিকেটারের জীবনে এবার কে এলেন ? রাত-বিরেতে তাঁকে নিয়ে কে ট্যুইট করছেন ?
আইপিএল-এ ঋষভের একটা মারকুটে সেঞ্চুরি দেখে মুগ্ধ হলেন অভিনেত্রী নুসরত ভারুচা। ‘প্যায়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী । সেই নুসরত মজেছেন ঋষভের ব্যাটিংয়ে। তাঁর সেঞ্চুরি দেখে মুগ্ধ অভিনেত্রী এবার ট্যুইট করেও বসলেন ৷ নুসরত ট্যুইট করে জানান, ঋষভের ইনিংস দেখে তিনি এতটাই মুগ্ধ যে ম্যাচের পর হাইলাইটসও দেখেছেন তিনি ৷ উত্তরে নুসরতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ঋষভ ৷ আর এরপরই শুরু হয়েছে জোর গুঞ্জন ৷ অভিনেত্রী-ক্রিকেটারের মধ্যে কি কোনও নতুন রসায়ন ধীরে ধীরে গড়ে উঠছে ? এর উত্তর অবশ্য সময়ই দেবে ৷
advertisement
advertisement
128 off 63!! @RishabPant777 what a game!! Absolute delight to watch! Saw the highlights just to see his innings again!
— Nushrat Bharucha (@NushratBharucha) May 10, 2018
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2018 3:17 PM IST