কিন্তু ২০১৮ আইপিএলের তাঁকে রিটেনও করেনি এবং নিলামে তাঁকে তুলেও নিতে পারেনি চেন্নাই সুপার কিংস ৷ ফলে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে খেলেছিলেন তিনি ৷ কিন্তু আগের দু‘বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই দলের সদস্য ছিলেন অশ্বিন ৷ তিনি এবার নতুন করে নিজের পুরোন সতীর্থদের চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ভরিয়ে দিয়েছেন প্রশংসায় ৷
advertisement
এদিকে এতদিন প্রতিপক্ষ অধিনায়ক থাকায় মাহিকে নিয়ে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা কেউই কিছু বলেননি ৷ কিন্তু এখন আইপিএল শেষ ৷ আবার সবাইকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে ৷ তাই সকলেই এখন মহেন্দ্র সিং ধোনির বর্তমান ফর্মে ৷
File Photo
আইপিএল ফাইনালে পরাজিত দল সানরাইজার্স হায়দরাবাদের শিখর ধাওয়ানের মতে ধোনি যেভাবে ফর্মে রয়েছেন বিশ্বকাপের ভারতীয় দলকে যা বাড়তি ভরসা যোগাচ্ছে ৷