TRENDING:

ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন রশিদ খান, কী জানালেন তিনি ?

Last Updated:

আফগান লেগ স্পিনারের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ ভারতীয় সমর্থকরা যে রশিদকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, এমন দাবিও ওঠে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাবুল: আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত হলেও এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমকে দিয়েছেন তিনি ৷ তাঁর টিম চ্যাম্পিয়ন হতে না পারলেও বল হাতে সুপারহিট লেগ স্পিনার রশিদ খান ৷ ইডেনে কেকেআরের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার শুধু বলেই নয়, ব্যাট হাতেও চমকে দিয়েছিলেন তিনি ৷ রশিদের অলরাউন্ড পারফরম্যান্সেই ওই ম্যাচ জেতে হায়দরাবাদ ৷
advertisement

আফগান লেগ স্পিনারের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ ভারতীয় সমর্থকরা যে রশিদকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, এমন দাবিও ওঠে ৷ কিন্তু সেই জল্পনায়  ইতি টানলেন রশিদ নিজেই ৷ জানালেন আফগানিস্তানই তাঁর দেশ ৷ এবং একজন আফগান হিসেবে তিনি গর্বিত ৷

আরও পড়ুন-টিম সেলিব্রেশনে শ্যাম্পেনে ‘না’ রশিদ খানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

advertisement

রশিদের ভারতের নাগরিকত্ব পাওয়ার বিষয় টুইট করেন খোদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইট করে তিনি জানান, ‘‘ আফগানিস্তানের গর্ব রশিদ খান ৷ আমার ভারতীয় বন্ধুদের ধন্যবাদ, ওকে স্কিল প্রদর্শনের জন্য এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ৷ রশিদ ক্রিকেটের একজন সম্পদ ৷ আমরা ওকে ছাড়ছি না ৷ ’’

advertisement

রশিদ খানকে নিয়ে ট্যুইট করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশালও ৷ তিনি বলেন, রশিদ খানের চাহিদা এখন সব জায়গায় বাড়ছে ৷ কিন্তু ও কোথাও যাচ্ছে না ৷ একজন আফগান ক্রিকেটার হতে পেরে ও গর্বিত ৷ এর উত্তরে ট্যুইট করেন রশিদ খান নিজেই ৷ তিনি বলেন, ‘‘ আমি আফগানিস্তানের নাগরিক হিসেবে গর্বিত ৷ নিজের দেশের জন্য সবসময় লড়াই চালিয়ে যাব ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন রশিদ খান, কী জানালেন তিনি ?