TRENDING:

আইপিএলের মধ্যেই গোয়ায় মিনিশা লাম্বার সঙ্গে গেইল, কী করছেন ক্যারিবিয়ান তারকা জানলে চমকে যাবেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া:ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার-এটাই ক্যারিবিয়ান কিং ক্রিস গেইলের মূল মন্ত্র ৷ তাই আইপিএলের মধ্যেও ছোট্ট ছুটির একটা ব্যবস্থা করে নিয়েছেন ক্রিস গেইল ৷ খেলবেন পোকার টুর্নামেন্টে ৷ এর জন্য ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গেছেন গেইল৷
advertisement

হোলকার স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৪ মে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে নামবেন বলে জানা গিয়েছে ৷

পার্টি মোডে ঢুকে পড়ার পুরো কারণও রয়েছে ক্রিস গেইলের ৷ এবারের আইপিএল নিলামে অবশ্য শুরুটা ভালো হয়নি ৷ নিলামে প্রথমে কোনও ফ্রাঞ্চাইজিই তাঁকে কিনতে রাজি হয়নি ৷ পরে তাঁকে ২ কোটি টাকার বেস প্রাইসে কিনে নেয় কিংস ইলেভেন ৷ এদিকে কেনার পরেও প্রথম দুটি ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি ৷ তবে তাঁকে সুযোগ দিতেই বিস্ফোরণ শুরু করেছেন গেইল ৷ সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন তিনি ৷ মাত্র ৪ টি ম্যাচে তাঁর ঝোলায় রান ২৫২ ৷

advertisement

Chirs Gayle is spending time in Goa during IPL 2018 Photo Courtesy: Adda52 /Twittter Handle

এই অবস্থায় কিংসের ধামাকা ক্রিকেটার মজতে চলেছেন পোকারে ৷ আবার তাঁকে পোকারে চ্যালঞ্জ জানাতে তৈরি মিনিশা লাম্বা ৷ বলিউডি এই অভিনেত্রীর সঙ্গে তাঁর পোকারের ইনিংস গোয়াকে আরও কতটা রঙিন করে তুলবে তা অবশ্য দিন কয়েকেই জানা যাবে ৷

advertisement

Chirs Gayle is spending time in Goa during IPL 2018 Photo Courtesy: Minisha Lamba /Instagram Handle

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ক্যালিপসো কিং যেরকম গোয়া পৌঁছে গিয়েছেন ঠিক তেমনি বলিউডি বেবও নিজের গোয়া পৌঁছনোর সেলফিতে উত্তাপ ছড়াচ্ছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের মধ্যেই গোয়ায় মিনিশা লাম্বার সঙ্গে গেইল, কী করছেন ক্যারিবিয়ান তারকা জানলে চমকে যাবেন