বিগ বসের মঞ্চে ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে ঝুলন জানিয়েছেন তিনি এবং অঞ্জুম চোপড়া দুজনেই সলমন খানের উপস্থাপনায় বিগ বসে অংশ নিয়েছিলেন।
এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এই মাসে অনেক স্মরণীয় রাত গিয়েছে, এই দিনটাও তেমন। বিগ বস ১৯-এর মঞ্চে সলমন খান এবং অঞ্জুম চোপড়ার সঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি।
advertisement
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। সেই মঞ্চেও দেখা গিয়েছিল ঝুলনকে। কাপ হাতে ছবিও তোলেন ঝুলন। ঝুলন গোস্বামী ২০৪টি এক দিনের ম্যাচ খেলে ২৫৫টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ৬৮টি টি২০ ম্যাচও খেলেছেন ঝুলন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে টি২০ ক্রিকেটে ৫৬টি উইকেট নিয়েছেন ঝুলন।
আরও পড়ুন: অলিম্পিক্স ক্রিকেটে দেখাই হবে না ভারত-পাকিস্তানের! সুযোগ পাওয়ায় নিয়েই সংশয়ে পাকিস্তান
ঝুলনের জীবনী নিয়ে বলিউডে ছবি তৈরির কাজও শুরু হয়েছিল চাকদহ এক্সপ্রেস নামে। যদিও সেই ছবির কাজ এখনও শেষ হয়নি, বিভিন্ন কারণে আটকে ছিল সেই ছবির কাজ। এবার বহু বছর পর মুক্তি পেতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঝুলনের বায়োপিকের{
