Asia Cup 2025: অবশেষে দেশে আসতে পারে এশিয়া কাপ ট্রফি! একটি আলোচনাতেই বরফ গলার ইঙ্গিত দুই দেশের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Pakistan: অবশেষে কি বরফ গলছে বিসিসিআই এবং পিসিবির মধ্যে? সম্পর্কের শীতলতা পেরিয়ে এশিয়া কাপ ট্রফি কি আসতে চলেছে ভারতের কাছে? এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে।
advertisement
1/5

অবশেষে কি বরফ গলছে বিসিসিআই এবং পিসিবির মধ্যে? সম্পর্কের শীতলতা পেরিয়ে এশিয়া কাপ ট্রফি কি আসতে চলেছে ভারতের কাছে? এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিসিসিআই সূত্রে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, পিসিবির প্রধান মহসিন নকভির সঙ্গে আলোচনা হয়েছে এই নিয়ে।
advertisement
2/5
সেই আলোচনায় নাকি এশিয়া কাপ ২০২৫-এর জট কাটার ইঙ্গিত পাওয়া গিয়েছে। পাকিস্তানকে ফাইনালে হারানোর পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। তারপরে ট্রফি ভারতীয় দলের হাতে না দিতে নিয়ে চলে যাক নকভি।
advertisement
3/5
বিসিসিআই কর্তা বলেছেন, বরফ গলতে শুরু করেছে। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত, প্রতিবেদন অনুযায়ী আইসিসি চেয়ারম্যান ইমরান খোয়াজা এবং সিইও সঞ্জয় গুপ্তা বিসিসিআই এবং পিসিবির আলচনা থামাতে এগিয়ে আসেন।
advertisement
4/5
দেবজিৎ সাইকিয়া বলেন, "আমি আইসিসির উভয় অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক বৈঠকের অংশ ছিলাম। পিসিবির চেয়ারপারসন মহসিন নকভিও উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক বৈঠকের সময়, এটি এজেন্ডায় ছিল না কিন্তু আইসিসি আমার এবং পিসিবির প্রধানের মধ্যে একটি বৈঠক হয়েছিল এবং আরেকজন সিনিয়র কর্মকর্তা উপস্থিতি ছিলেন।"
advertisement
5/5
তিনি আরও জানান সমস্যার দ্রুত সমাধান করা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।