TRENDING:

Sourav Ganguly and Richa Ghosh: ‘আমরা যেন একদিন এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন’- সৌরভ, তুলে দিলেন সোনার স্মারক ৩৪ লক্ষ টাকা, রইল ফটো

Last Updated:
Sourav Ganguly and Richa Ghosh: ‘রিচার বয়স ২২ বছর সানার থেকেও ছোট। ছ নম্বরে নেমে যে খেলাটা খেলে সেটা খুব ডিফিকাল্ট জায়গা।’
advertisement
1/6
‘রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন’- সৌরভ, তুলে দিলেন সোনার স্মারক ৩৪ লক্ষ টাকা, রইল ফটো
কলকাতা: রিচা ঘোষের ইডেনের সম্বর্ধনা অনুষ্ঠানে চাঁদের হাট৷ সেখানে নস্টালজিক হয়ে পড়েন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি এদিন ঝুলনদের সময়ের মহিলা ক্রিকেটের কথা বলেন৷ তিনি বলেন, ‘‘যখন আমি দেশের ক্যাপ্টেন ছিলাম ঝুলন গোস্বামীকে দৌড়াতে দেখতাম ইডেনে। তখনকার মহিলা ক্রিকেট এখনকার মত এত স্থিতিশীল এত অর্থনৈতিক জায়গা থেকে এত ভাল জায়গায় ছিল না৷’’
advertisement
2/6
এদিন রিচা-ঝুলনদের প্রশংসার পাশাপাশি রিচাকে ৩৪ লক্ষ টাকার চেক তুলে দেন৷ পাশাপাশি তুলে দেওয়া হয় সোনা-রুপোর ব্যাট ও বল৷
advertisement
3/6
একই মঞ্চ থেকে সোনার মেয়ে রিচাকে বঙ্গভূষণ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে সোনার চেন এবং কলকাতা পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়া হয়৷
advertisement
4/6
এদিকে সৌরভ আরও বলেন, ‘‘আজকের ঝুলন সহ যারা খেলত তাঁদের জন্যই আজ ভারতীয় মহিলা ক্রিকেটে এই জায়গায় পৌঁছেছে। জেমিইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত এঁদের জন্যই আজকে দেশের ক্রিকেট এই জায়গায়। যখন ছেলেদের জন্য এখানে টি-টোয়েন্টি ফর্ম্যাটের টুর্নামেন্ট করার কথা ভাবি খবরের কাগজ বেরিয়েছিল।’’
advertisement
5/6
তিনি আরও বলেন, ‘‘সেটা দেখে মুখ্যমন্ত্রী মেসেজ করেন। তিনি বলেন তুমি মহিলাদের টুর্নামেন্ট করতে পার। এটা অনেকেই জানে না তখন রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি। ডাবলু পি এল ওই জায়গায় পৌঁছেয়নি।’’
advertisement
6/6
‘‘রিচার বয়স ২২ বছর সানার থেকেও ছোট। ছ নম্বরে নেমে যে খেলাটা খেলে সেটা খুব ডিফিকাল্ট জায়গা। এই জায়গায় ব্যাট করতে নেমে খেলাটা খুব কঠিন। রিচা এই টুর্নামেন্টে যে অবদান রেখেছে যখন যে ম্যাচে নেমেছে সেই জায়গায় ও নিজেকে প্রমাণ করেছে। যেটা কোনভাবেই স্মৃতি, হারমনপ্রীত থেকে কম নয়। আমরা চাই রিচা একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। একদিন যেন আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়ার ক্যাপ্টেন। ’’
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly and Richa Ghosh: ‘আমরা যেন একদিন এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন’- সৌরভ, তুলে দিলেন সোনার স্মারক ৩৪ লক্ষ টাকা, রইল ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল