বাবা ফুটবল খেললেও বড় মঞ্চে ওঠার সুযোগ পাননি। তবে ছেলের হাত ধরেই সেই অপূর্ণ স্বপ্ন এবার বাস্তব হল। রিষড়ার শুভম ভট্টাচার্য জায়গা করে নিলেন অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলে। বর্তমানে ওড়িশা এফসি-র হয়ে আইএসএল খেলছেন শুভম। মাত্র ৫-৬ বছর বয়সে স্থানীয় মাঠে বাবার হাত ধরে ফুটবলে পা রাখেন তিনি। বাবা শ্রীকান্ত ভট্টাচার্য ছেলেকে ছোট থেকেই মাঠে নিয়ে যেতেন নিয়মিত।
advertisement
ছ’বছরের মধ্যেই শুভমের প্রতিভা নজরে পড়ে রিলায়েন্স ফাউন্ডেশনের। তারাই শুভমের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব নেয়। এরপর থেকেই উত্থান শুরু শুভমের। দেশের জার্সি গায়ে তোলার প্রথম ধাপে সফল এই তরুণ রক্ষণ ভাগের খেলোয়াড়। এখন লক্ষ্য, সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার। ছেলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত শুভমের বাবা ও পরিজনেরা। শুভম যেন হয়ে ওঠেন আগামী দিনের ভারতের ফুটবল তারকা এটাই এখন রিষড়া জুড়ে কামনা।
Rahee Halder





