সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার মধ্যে উইকেটকিপার পদের প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচক অজিত আগরকর আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেনার হিসেবে খেলবেন। এর ফলে স্যামসনের ব্যাটিং পজিশন এবং দলে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
Cricbuzz-এর এক রিপোর্ট অনুযায়ী, জিতেশ শর্মাকে উইকেটের পিছনে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে দেখা গেছে, অন্যদিকে স্যামসন ওয়ার্ম-আপ সেশনের পর সাইডলাইনে সময় কাটান। এমনকি নেটে তার ব্যাটিং অনুশীলনও ছিল সীমিত। এই পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, স্যামসন যদি প্রথম একাদশে থাকেনও, তিনি উইকেটকিপিং করবেন না।
advertisement
প্র্যাকটিসে গিল ও অভিষেককে একসঙ্গে ব্যাট করতে দেখা গেছে, যা তাদের ওপেনার হিসেবে নিশ্চিত করছে। তারা বুমরাহ ও অর্শদীপের মতো পেসারদের বল খেলেন। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেও বল করেছেন। অন্যদিকে, রিঙ্কু সিং অনুশীলনে কুলদীপ, বরুণ ও অক্ষরের স্পিনের মোকাবিলা করেন।
তিলক ও সূর্যকুমার যাদবকেও স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করতে দেখা গেছে। স্পিনারদের মধ্যে বরুণ সবচেয়ে দীর্ঘ স্পেল করেন এবং পরে ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে ক্যাচিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীর অধিনায়ক সূর্যকুমার ও সহ-অধিনায়ক গিলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনাও করেন।
এই অনুশীলন সেশনে স্যামসনের উপস্থিতি ছিল অনেকটাই নিস্তেজ। তিনি না ফিল্ডিং করেছেন, না বিশেষভাবে ব্যাটিং। সব মিলিয়ে মনে করা হচ্ছে, প্লেয়িং ইলেভেন থেকে স্যামসনের বাদ পড়া একপ্রকার নিশ্চিত। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচে উইকেটের পেছনে জিতেশের উপর আস্থা রাখেন কি না টিম ম্যানেজমেন্ট।