TRENDING:

এশিয়া কাপে ঠিক হয়ে গেল ভারতের প্রথম একাদশ! কারা পাচ্ছে সুযোগ? অনুশীলনে হল স্পষ্ট!

Last Updated:

Indian Team Probable Playing 11 In Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে নামার আগে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে কড়া অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়া কাপ ২০২৫-এ প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে নামার আগে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে কড়া অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও রিঙ্কু সিং নেট সেশনে দীর্ঘ সময় কাটান। দলের এই অনুশীলন সেশন থেকেই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রথম একাদশ গঠনের কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
News18
News18
advertisement

সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার মধ্যে উইকেটকিপার পদের প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচক অজিত আগরকর আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে শুভমান গিল ও অভিষেক শর্মা ওপেনার হিসেবে খেলবেন। এর ফলে স্যামসনের ব্যাটিং পজিশন এবং দলে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Cricbuzz-এর এক রিপোর্ট অনুযায়ী, জিতেশ শর্মাকে উইকেটের পিছনে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে দেখা গেছে, অন্যদিকে স্যামসন ওয়ার্ম-আপ সেশনের পর সাইডলাইনে সময় কাটান। এমনকি নেটে তার ব্যাটিং অনুশীলনও ছিল সীমিত। এই পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, স্যামসন যদি প্রথম একাদশে থাকেনও, তিনি উইকেটকিপিং করবেন না।

advertisement

প্র্যাকটিসে গিল ও অভিষেককে একসঙ্গে ব্যাট করতে দেখা গেছে, যা তাদের ওপেনার হিসেবে নিশ্চিত করছে। তারা বুমরাহ ও অর্শদীপের মতো পেসারদের বল খেলেন। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেও বল করেছেন। অন্যদিকে, রিঙ্কু সিং অনুশীলনে কুলদীপ, বরুণ ও অক্ষরের স্পিনের মোকাবিলা করেন।

তিলক ও সূর্যকুমার যাদবকেও স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করতে দেখা গেছে। স্পিনারদের মধ্যে বরুণ সবচেয়ে দীর্ঘ স্পেল করেন এবং পরে ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে ক্যাচিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীর অধিনায়ক সূর্যকুমার ও সহ-অধিনায়ক গিলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনাও করেন।

advertisement

আরও পড়ুনঃ Shreyas Iyer: আর বঞ্চিত নয়! এবার লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, বড় সিদ্ধান্ত বোর্ডের

এই অনুশীলন সেশনে স্যামসনের উপস্থিতি ছিল অনেকটাই নিস্তেজ। তিনি না ফিল্ডিং করেছেন, না বিশেষভাবে ব্যাটিং। সব মিলিয়ে মনে করা হচ্ছে, প্লেয়িং ইলেভেন থেকে স্যামসনের বাদ পড়া একপ্রকার নিশ্চিত। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচে উইকেটের পেছনে জিতেশের উপর আস্থা রাখেন কি না টিম ম্যানেজমেন্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপে ঠিক হয়ে গেল ভারতের প্রথম একাদশ! কারা পাচ্ছে সুযোগ? অনুশীলনে হল স্পষ্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল