TRENDING:

দীপ্তি, রিচারা আসল ম্যাচেই ফেল ! মেয়েদের বিশ্বকাপে বিদায়ের পর দোষারোপের পালা শুরু

Last Updated:

Indian team captain Harmanpreet Singh in tears with Anjum Chopra after T20 loss to Australia. দীপ্তি, রিচারা আসল ম্যাচেই ফেল ! মেয়েদের বিশ্বকাপে বিদায়ের পর দোষারোপের পালা শুরু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেপটাউন: অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ভারতের মেয়েরা। স্বপ্নের কাছাকাছি এসেও আবার খালি হাতে ফেরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দুটো উইকেট হারিয়ে ফেলেও যেভাবে অধিনায়ক হরমন এবং জেমাইমা রডরিগেজ খেলাটা ধরে ফেলেছিলেন তাতে আশা করা গিয়েছিল হয়তো প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাবে ভারতের মেয়েরা।
মেয়েদের ক্রিকেটে ব্যর্থতার ছবি বদলাল না
মেয়েদের ক্রিকেটে ব্যর্থতার ছবি বদলাল না
advertisement

হরমনের রান আউট এবং জেমাইমার একটা খারাপ শট ভারতের হাতের বাইরে নিয়ে গেল খেলাটা। ওপেনিং এ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন স্মৃতি এবং শেফালি। বাংলার দুই মেয়ে রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা কিছুটা লড়াই করবেন আশা করা গিয়েছিল। কিন্তু দুজনেই ব্যর্থ মেগা ফাইনালে। রিচার বড় শট খেলতে গিয়ে ক্যাচ এবং দীপ্তির বাউন্ডারি মারতে না পারার দাম দিতে হল ভারতকে।

advertisement

আরও পড়ুন - রাহুল নাকি বিরাট এবং রোহিতের থেকেও বড় ব্যাটসম্যান ! টাকার লোভে ভুল বকছেন গম্ভীর

ম্যাচ শেষে কারও নাম না করলেও রাগ গোপন করেননি হরমন। ভারতের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আশা করেছিলেন তিনি ফিরে যাওয়ার পর বাকিরা ম্যাচটা বের করতে পারবে। কিন্তু সেটা না হওয়ার কারণে তিনি দুঃখিত এবং হতাশ। পাশাপাশি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মেয়েদের ফিল্ডিং এবং বোলিং একেবারেই ভাল হয়নি জানাতে ভোলেননি তিনি।

advertisement

এমন পারফরম্যান্স করলে বিশ্বকাপের ফাইনালে ওঠা সম্ভব নয় মেনে নিয়েছেন হরমন। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে বলছেন ভারতের অধিনায়ক। ম্যাচ শেষে দেখা গেছে বর্তমান ধারাভাষ্যকার এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জু চোপড়াকে জড়িয়ে ধরে কাঁদছেন হরমন।

পরে অঞ্জুম চোপড়া জানিয়েছেন এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া। আসলে আবার একটা ফাইনালে উঠতে না পারার সুযোগ হাতছাড়া মেনে নিতে পারেননি অধিনায়ক। তার নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও লড়াই করেছেন। কিন্তু দলের বাকিদের থেকে সেই লড়াই পাননি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অস্ট্রেলিয়ার কাছে অভিজ্ঞতা এবং বড় ম্যাচ জিততে না পারার মানসিকতায় হেরেছে ভারতের মেয়েরা বলছেন চোপড়া। বিশ্বস্ত সূত্রের খবর ম্যাচের পর ড্রেসিংরুমে হতাশ হয়ে বসেছিলেন হরমন। তার চোখের জল মুছে দিতে দেখা যায় হরলীন দেওলকে। যেন বিশ্বাস করতে পারছিলেন না এভাবেও হারতে হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দীপ্তি, রিচারা আসল ম্যাচেই ফেল ! মেয়েদের বিশ্বকাপে বিদায়ের পর দোষারোপের পালা শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল