নয়াদিল্লি: এমনিতে ক্রিকেট বিশ্লেষক হিসেবে গৌতম গম্ভীর এর ব্যাখ্যা খুব একটা খারাপ হয় না। কিন্তু মাঝে মাঝে এমন দাবি করে বসেন, যার মাথামুণ্ডু খুঁজে পাওয়া মুশকিল। সম্প্রতি গৌতম জানিয়েছেন কেএল রাহুলকে ব্যক্তিগতভাবে তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে প্রতিভাবান ব্যাটসম্যান মনে করেন। রাহুলের হাতে নাকি এদের থেকেও বেশি শট আছে।
গত দশটি টেস্ট ইনিংসে লোকেশ রাহুলের গড় মাত্র ১২.৫। ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও ডানহাতি ওপেনারের উপর টিম ম্যানেজমেন্টের আস্থা অটুট। তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে শুভমান গিলকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এই আবহেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর।
তিনি আবার লখনউয়ের মেন্টর। আইপিএলের প্রস্তুতি শিবিরের ফাঁকে গম্ভীর বলেছেন, ভারতীয় দল থেকে বাদ পড়া উচিত নয় ওর। কোনও ক্রিকেটারকে আলাদা করে বেছে নিয়ে আক্রমণ করা যায় না। প্রত্যেকেরই খারাপ সময় যায়। তাই এখনই রাহুলকে কাঠগোড়ায় তোলা উচিত নয়। রোহিত শর্মার উদাহরণ দিয়েছেন গম্ভীর।
Gambhir speaks on KL Rahul. #gautamgambhir #KLRahul #Cricket #CricketTwitter pic.twitter.com/liTrh2foDW
— RVCJ Sports (@RVCJ_Sports) February 23, 2023
তাঁর মতে, প্রতিভাবানদের পাশে থাকতে হয়। কেরিয়ারের শুরুতে রোহিতেরও খারাপ সময় চলছিল। সেই সময় ওর উপর ভরসা রাখা হয়েছিল। তার ফল সবাই দেখতেই পাচ্ছেন। একইভাবে রাহুলও চমকে দিতে পারে সবাইকে। ওর উপরও আস্থা রাখা হোক।
তিনি আরও বলেছেন, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তাই তাড়াহুড়ো করে কাউকে বলির পাঁঠা করা ঠিক নয়। রাহুল সত্যিই গ্রেট ক্রিকেটার। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইছেন ইন্দোরে যে কোনও মূল্যে রাহুলের জায়গায় গিল খেলুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gautam Gambhir, KL Rahul