Durga Puja Liquor Sale : মদ বিক্রিতে রেকর্ড, দুর্গাপুজোয় মদের বিক্রি বাংলার কোন জেলায় সব থেকে বেশি? চারদিনে এত টাকা...! শুনে চমকে যাবেন

Last Updated:
Alcohol Sale In Durga Puja : পূর্ব মেদিনীপুর জেলা গত কয়েক বছরে মদ বিক্রিতে টেক্কা দিচ্ছে অন্য জেলাকে। দিঘা,তাজপুর,মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলি থাকায় সেখানে সারা বছরই মদের বিক্রি তুলনামৃূলক বেশি। তবে পুজোয় সেই রেকর্ড অন্য মাত্রায় পৌঁছে গেল।
1/6
দুর্গা পুজো বলে কথা! চারটে দিন বন্ধুবান্ধবের সঙ্গে একটু খাওয়া-দাওয়া, পান সহযোগে আড্ডা না হলে চলে নাকি! আর সাধারণ মানুষের সেই আড্ডার জেরে রাজকোষ ভরল ভালই। দুর্গাপুজোয় এবারও রেকর্ড মদ বিক্রি।
দুর্গা পুজো বলে কথা! চারটে দিন বন্ধুবান্ধবের সঙ্গে একটু খাওয়া-দাওয়া, পান সহযোগে আড্ডা না হলে চলে নাকি! আর সাধারণ মানুষের সেই আড্ডার জেরে রাজকোষ ভরল ভালই। দুর্গাপুজোয় এবারও রেকর্ড মদ বিক্রি।
advertisement
2/6
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবারই রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয়। এবারও তার অন্যথা হল না। তবে সব জেলাকে টক্কর দিল একটি জেলা। সেখানে প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হস পুজোর চারটে দিন।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবারই রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয়। এবারও তার অন্যথা হল না। তবে সব জেলাকে টক্কর দিল একটি জেলা। সেখানে প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হস পুজোর চারটে দিন।
advertisement
3/6
পূর্ব মেদিনীপুর জেলা বাকি সব জেলাকে পিছনে ফেলে দিল। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রেকর্ড মদ বিক্রি। এবছর দশমী ও গান্ধী জয়ন্তী একইদিনে পড়েছিল। ফলে সেদিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ ছিল। ফলে সুরাপ্রেমীরা নবমীতেই মদ স্টক করে রেখেছিলেন।
পূর্ব মেদিনীপুর জেলা বাকি সব জেলাকে পিছনে ফেলে দিল। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রেকর্ড মদ বিক্রি। এবছর দশমী ও গান্ধী জয়ন্তী একইদিনে পড়েছিল। ফলে সেদিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ ছিল। ফলে সুরাপ্রেমীরা নবমীতেই মদ স্টক করে রেখেছিলেন।
advertisement
4/6
পূর্ব মেদিনীপুর জেলা গত কয়েক বছরে মদ বিক্রিতে টেক্কা দিচ্ছে অন্য জেলাকে।  দিঘা,তাজপুর,মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলি থাকায় সেখানে সারা বছরই মদের বিক্রি তুলনামৃূলক বেশি। তবে পুজোয় সেই রেকর্ড অন্য মাত্রায় পৌঁছে গেল।
পূর্ব মেদিনীপুর জেলা গত কয়েক বছরে মদ বিক্রিতে টেক্কা দিচ্ছে অন্য জেলাকে। দিঘা,তাজপুর,মন্দারমণির মতো পর্যটনকেন্দ্রগুলি থাকায় সেখানে সারা বছরই মদের বিক্রি তুলনামৃূলক বেশি। তবে পুজোয় সেই রেকর্ড অন্য মাত্রায় পৌঁছে গেল।
advertisement
5/6
পুজোতেও অনেকে শহরের ভিড় এড়িয়ে চলে যান সমুদ্র সৈকতে। ফলে সেখানে অন্য জেলা ও রাজ্যের মানুষও গিয়ে পুজোর সময় মদ কিনেছেন বলে খবর। ফলে পুজোয় সেই জেলায় এমন পরিমাণ মদ বিক্রি অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পুজোতেও অনেকে শহরের ভিড় এড়িয়ে চলে যান সমুদ্র সৈকতে। ফলে সেখানে অন্য জেলা ও রাজ্যের মানুষও গিয়ে পুজোর সময় মদ কিনেছেন বলে খবর। ফলে পুজোয় সেই জেলায় এমন পরিমাণ মদ বিক্রি অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
6/6
পুজোর সময় শহর হোক বা মফস্বল, মদের বিক্রি এমনিতেই ভাল থাকে। তবে এবার যেন সব রেকর্ড ভেঙে দিল পূর্ব মেদিনীপুর। অন্য সব জেলাকে মদ বিক্রিতে অনেকটাই পিছনে ফেলে দিল।
পুজোর সময় শহর হোক বা মফস্বল, মদের বিক্রি এমনিতেই ভাল থাকে। তবে এবার যেন সব রেকর্ড ভেঙে দিল পূর্ব মেদিনীপুর। অন্য সব জেলাকে মদ বিক্রিতে অনেকটাই পিছনে ফেলে দিল।
advertisement
advertisement
advertisement