অলিম্পিকের আগে দলকে তৈরি করতে এই টুর্নামেন্টগুলিতে উদীয়মান খেলোয়াড়দের বেশি করে সুযোগ দেওয়া হবে বলে জানান শ্রীজেশ। আগামী মাসে হকি প্রো লিগ দিয়ে ভারতের এই বছরের অভিযান শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাসে চিনের মাটিতে এশিয়ান গেমস। এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শ্রীজেশ জানান, প্রত্যেক অলিম্পিকের পরই পরবর্তী চার বছরের জন্য আমরা পরিকল্পনা তৈরি করি। তাই টোকিও অলিম্পিকের পর আমরা ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের জন্য পরিকল্পনা করতে শুরু করেছি।
advertisement
প্যারিস অলিম্পিকের জন্য আমাদের দলে অনেক পরিবর্তন হবে। অনেক নতুন খেলোয়াড় দলের চালিকাশক্তি হবেন। আগামী দুবছরের মধ্যেই প্যারিস অলিম্পিকস। তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার এটাই সঠিক সময় কিনা এই প্রশ্নের উত্তরে শ্রীজেশ জানান, অলিম্পিকের আগে অনেকগুলি টুর্নামেন্ট খেলবে ভারত। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার এটা ভাল সময়।
তার বক্তব্য, আমরা এই বছর ১৬ টি ম্যাচ খেলব। কোনো না কোনো সময় তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতেই হবে। এই বছর তাদের সুযোগ দেওয়ার ভাল সময়। সিনিয়রদের থেকে তারা অনেক কিছু শিখবে। ২০২৪ এ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনই তাদের পাখির চোখ তা স্পষ্টভাবে জানিয়ে শ্রীজেশ বলেন, প্যারিসে যোগ্যতা অর্জনের জন্য এশিয়ান গেমস সবচেয়ে বড় টুর্নামেন্ট, এরপর বিশ্বকাপ।
যেভাবে ট্রেনিং আমরা করছি ও যেভাবে আমরা খেলছি তা দারুণ। আমরা নতুন রণকৌশল রূপায়ণ করেছি। আগামী বছরে জানুয়ারি মাসে ভারতেই হকি বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। বিশ্বের সেরা দল গুলোর বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু তার নিজের পজিশন অর্থাৎ গোলরক্ষকের ভূমিকায় ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত মনে করেন শ্রীজেশ। কৃষাণ পাঠক এবং সূর্য কারকেরা দায়িত্ব নিতে তৈরি ভবিষ্যতের জন্য।