TRENDING:

India vs Baharain football : জাতীয় দলে ডাক পেলেন এটিকে মোহনবাগানের ৮ ফুটবলার, ইস্টবেঙ্গল থেকে কেউ নেই

Last Updated:

Indian football team coach Igor Stimac has eight footballers from ATK Mohun Bagan. জাতীয় দলে ডাক পেলেন এটিকে মোহনবাগানের ৮ ফুটবলার, ইস্টবেঙ্গল থেকে কেউ নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাতীয় দলে এটিকে মোহনবাগানের ৮ ফুটবলার, ইস্টবেঙ্গল থেকে শূন্য
জাতীয় দলে এটিকে মোহনবাগানের ৮ ফুটবলার, ইস্টবেঙ্গল থেকে শূন্য
advertisement

আরও পড়ুন - IND vs SL, Day 2: অশ্বিন, জাদেজার দাপটে চার উইকেট হারিয়ে ইতিমধ্যেই হারের পথে ধুঁকছে শ্রীলঙ্কা

আর সেক্ষেত্রে দেখা গিয়েছে, আইএসএলের দশটি ক্লাব থেকেই কোনও না কোনও খেলোয়াড় সুযোগ পেয়েছেন জাতীয় দলে। কেবল একটি দল থেকেই কোনও খেলোয়াড় সম্ভাব্য দলে সুযোগ পাননি। ঠিকই ধরেছেন, সেই দলের নাম এসসি ইস্টবেঙ্গল। বিষয়টি খুবই স্বাভাবিক, কারণ এবারের আইএসএলে যে হতশ্রী পারফর্মেন্স করেছেন ইস্টবেঙ্গল, বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়ই নিজেদের মেলে ধরতে পারেননি।

advertisement

আরও পড়ুন - Virat Kohli, guard of honour : বিরাটকে ১০০ টেস্টের বিশেষ গার্ড অফ অনার দিয়ে ফিল্ডিংয়ে নামল রোহিতের ভারত

শুধু হীরা মন্ডলই দুর্দান্ত ফুটবল খেলেছেন। কিন্তু নাকের অস্ত্রোপচারের জন্য তাকে পাওয়া যাবে না বেশ কিছু দিন। ফলে হীরা ছাড়া অন্য কোনও ফুটবলারকে নেওয়াটা যুক্তিযুক্ত হয়নি। এদিকে সর্বোচ্চ আটজন ফুটবলার সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগানের তরফ থেকে। এই আট ফুটবলার হলেন, প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, শুভাশিস বোস, অমরিন্দর সিং, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, লিস্টন কোলাসো ও মনবীর সিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

এটিকে মোহনবাগানের পর আসছে মুম্বই সিটি এফসি, যাদের সাতজন ফুটবলার সুযোগ পেয়েছে এই দলে। এরপর পাঁচজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন বেঙ্গালুরু এফসি ও হায়দ্রাবাদ এফসি থেকে। চারজন ফুটবলার সুযোগ পেয়েছেন এফসি গোয়ার। কেরালা ব্লাস্টার্সের তিনজন ফুটবলার রয়েছেন দলে। দুজন করে ফুটবলার রয়েছেন জামসেদপুর এফসি ও চেন্নাইন এফসির। আর ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের একজন করে ফুটবলারই সুযোগ পেয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Baharain football : জাতীয় দলে ডাক পেলেন এটিকে মোহনবাগানের ৮ ফুটবলার, ইস্টবেঙ্গল থেকে কেউ নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল