মহম্মদ শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার অর্জুন পুরস্কার পেয়েছেন। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক সম্মান, চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। শামি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পুরস্কার পান।
গত বছর আইসিসি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হন মহম্মদ শামি। এছাড়া লাল বল-সাদা বলের ক্রিকেটে দীর্ঘ বছর ধরে দেশকে সাফল্য এনে দিয়েছেন তারকা পেসার। বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের ড্রেসিং রুমে শামিকে বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্জুন পুরস্কার পেয়ে তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন শামি।
অর্জুন পুরস্কার পেয়ে মহম্মদ শামি জানান,”এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলির মধ্যে একটি। ছোট বেলা থেকে অনেক ক্রীড়াবিদকে এই পুরস্কার পেতে দেখেছি। এই পুরস্কার আমাকে আগামি দিনে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।”