ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা মাত্র ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মারেন সাতটি চার ও ১৩টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫০। অভিষেক শর্মার ইনিংস দেখে ক্রিকেট কিংবদন্তিরাও ক্রমাগত প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক শর্মা এখন ট্রেন্ডিং।
আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে ১০টি বড় রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, চুরমার হয়ে গেল একাধিক নজির
advertisement
অভিষেক শর্মার অতীত নিয়েও চলছে টানাটানি। ২০২৪ সালের ডিসেম্বরে অভিষেক শর্মা একটি ছবি শেয়ার করেন। ব্র্যান্ড LRF-এর প্রতিষ্ঠাতা লায়লা ফয়সালের সঙ্গে ছিল সেই ছবি। এর পর থেকে অভিষেক শর্মা ও লায়লা ফয়সালকে নিয়ে আলোচনার শেষ নেই। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁরা দুজন একে অপরকে ডেট করছেন।
আরও পড়ুন- বিশ্বমঞ্চে ফের ভারত সেরা,অনুর্ধ্ব ১৯ মেয়েদের তুখোড় পারফরম্যান্সকে কুর্নিশ নীতা আম্বানির
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মডেল তানিয়া সিং নিজেকে শেষ করে দেন। সেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিষেক শর্মাকে সুরাত পুলিশ ডেকে পাঠায়। অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিষেকই সর্বশেষ ফোন পেয়েছিলেন তানিয়ার কাছ থেকে। এক প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা হোয়াটসঅ্যাপে অভিষেককে তানিয়ার পাঠানো একটি মেসেজ পান।
অভিষেক তখন তানিয়ার নম্বর ব্লক করে দেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় তানিয়াকে আনফলো করে দেন। জানা যায়, ঘটনাটি ঘটার আগে দুজনে ৬-৭ মাস ধরে সম্পর্কে ছিলেন। তানিয়াকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুরাতের ভেসু এলাকায় নিজের অ্যাপার্টমেন্টের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।