কলকাতা : ভারতের টি২০ ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছিলেন তিনি। তার পর সূর্যকুমার যাদব কোনও ‘অ্যাকশন’ না নিলেই বরং অবাক হতে হত!
খুশি মুখার্জি, একজন অভিনেত্রী। একটি শব্দ, একটি ভিডিও—আর দেখতেই দেখতেই মানুষ আবার তাঁকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। এবার আলোচনার মাত্রা আরও বেশি। ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক মন্তব্য তাঁকে সরাসরি এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে।
advertisement
কয়েক দিন আগে খুশি জানিয়েছিলেন, অতীতে সূর্যকুমার যাদব তাঁকে খুব বেশি মেসেজ করতেন। একটা সাধারণ কথা, কিন্তু প্রভাব হল বেশ বড়সড়। সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দিল। কিছু মানুষ বিশ্বাস করলেন, অনেকেই করলেন না। বিতর্ক শুরু হল, অভিযোগ উঠল। এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি খারাপ হতে শুরু করল।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খুশি মুখার্জির বিরুদ্ধে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন ফয়জান আনসারি। তিনি সূর্যকুমার যাদবের প্রতিবেশী।
ফয়জান দাবি করেছেন, খুশি খারাপ উদ্দেশ্য নিয়ে একজন ক্রিকেটারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। গাজীপুরের SP ডঃ ইরাজ রাজাকে অভিনেত্রীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, এই বক্তব্য সূর্যকুমার যাদবের সুনামের গুরুতর ক্ষতি করছে। এখন পর্যন্ত খুশি মুখার্জি বা সূর্যকুমার যাদবের কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি।
আরও পড়ুন- IND vs NZ: দরকার আর মাত্র ৪২ রান! আরও একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি
সম্প্রতি এক মিডিয়া ইভেন্টে খুশিকে প্রশ্ন করা হয়েছিল—কোন ক্রিকেটারকে তিনি পছন্দ করেন এবং তিনি কি কখনও কাউকে ডেট করবেন! তিনি তখন দাবি করেন, কোনও ক্রিকেটারকে ডেট করবেন না। এর পর তিনি বলেন, অতীতে তাঁকে বেশ কয়েকজন ক্রিকেটার অনুসরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি সূর্যকুমার যাদবের নাম উল্লেখ করেন এবং দাবি করেন যে আগে তিনি অনেক মেসেজ পেতেন, কিন্তু এখন তাদের যোগাযোগ খুব কম।
