আগের দিনের ম্য়াচের দল থেকে এই ম্যাচে প্রথম একাদশে একটি বদল করেছে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণের বদলে নেওয়া হয়েছে অর্শদীপ সিংহকে।
ভারতের প্রথম একাদশ— শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ।
এই সিরিজে ভারত প্রত্যাশার চেয়ে অনেক বেশি চাপে পড়েছে, বিশেষ করে নিউজিল্যান্ডের তুলনামূলকভাবে দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে। এর পেছনে একাধিক কারণ রয়েছে—কিছু ভারতের নিয়ন্ত্রণে, আবার কিছু ততটা নয়। উল্লেখযোগ্যভাবে, নিউজিল্যান্ড এর আগে কখনও ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি।
advertisement
এটাই পরিস্থিতি বদলে দেওয়ার সঠিক সুযোগ। ইন্দোরের ছোট হোলকার স্টেডিয়ামে, যেখানে প্রথম দুই ম্যাচের তুলনায় ব্যাটিংয়ের জন্য আরও ভালো উইকেট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে টপ অর্ডার ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে এবং রান তোলার মূল ভার নিজেদের কাঁধে নিতে হবে।
