প্রথম টেস্টের পঞ্চমদিনে (5th Day) জয়ের দিকে বেশ খানিকটা এগো ভারতীয় ক্রিকেট দল৷ ৬৯.১ ওভারে অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Willamson) আউট হতেই একেবারে হারে রে রে করে কিউয়ি ব্যাটিং লাইন আপ ভেঙে পড়তে শুরু করে৷ এদিন চা বিরতির সময়েও যা পরিস্থিতি ছিল তাতে মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে৷
আরও পড়ুন - Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে
advertisement
কিন্তু রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja ) নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আউট করার পরেই একদম ভেঙে গেল কিউয়ি রক্ষণের দুর্গ৷ রস টেলর এদিন দলের ১২৫ রানে আউট হন৷ তখন নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ে৷ রস টেলর ২ রান করে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja ) শিকার৷
আরও পড়ুন - Truck Driver Arrest: লরি মালিক ও খালাসি খুনে হরিয়ানা থেকে গ্রেফতার চালক
দলের ১২৬ রানে আউট হয়ে যান হেনরি নিকোলস৷ তিনি মাত্র ১ রান করেন৷ তাঁর উইকেট নেন অক্ষর প্যাটেল৷ দলের ১২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন কেন উইলিয়ামসন (Kane Willamson)৷ কেন উইলিয়ামসন করেন ১১২ বলে ২৪৷ টম ব্লানডেল ৭ উইকেটে আউট হয়েছেন৷
কেইলি জেমিসন ও টিম সাউদিকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান রবিচন্দ্রন অশ্বিন৷ তাঁদের দুজনের দলের স্কোরবোর্ডে অবদান ৫ ও ৪ রান৷
এদিকে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে -র চতুর্থ দিনে শেষপর্যন্ত ৮১ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানে ডিক্লেয়ার করল ভারত। ঋদ্ধিমান ( Wriddhiman Saha) ৬১ ও অক্ষর ২৮ রান করে অপরাজিত থাকলেন। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ২৮৪ রান ( NZ 284 runs to win first test) । দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইল ইয়ংকে এলবি আউট করলেন অশ্বিন।
আরও পড়ুন - Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে
৩ রানে প্রথম উইকেট পড়ল নিউজিল্যান্ডের। রিভিউ নিলেও তা নির্দিষ্ট সময় বাইরে নেওয়ার কারণে ফিরে যেতে হয় ইয়ংকে। চতুর্থ দিনের খেলা শেষ। ভারতকে টেস্ট জিততে দরকার ৯ ( India 9 wickets to win against New Zealand) উইকেট। নিউজিল্যান্ডের দরকার ২৮০ রান। ঘাড়ে ব্যথা নিয়ে দুরন্ত অর্ধশতরান করলেন ঋদ্ধিমান সাহা। শ্রেয়স আইআরের ( Shreyas Iyer) সঙ্গে তার ৬৪ রানের পার্টনারশিপ ভারতের ভিত মজবুত করল।