Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে

Last Updated:

Shane Warne Accident: শেন ওয়ার্নের (shane warne) অ্যাক্সিডেন্ট (Accident) হয়েছে৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্পিনার ওয়ার্নের ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক চেপেছিলেন৷ তিনি বাইক থেকে পড়ে যান৷ শুধু সেটুকুই নয় চলন্ত বাইকে ঘষটাতে ঘষটাতে প্রায় ১৫ মিটার রাস্তা যান৷

shane warne injured during motorbike accident with son jackson- Photo Courtesy- Instagram
shane warne injured during motorbike accident with son jackson- Photo Courtesy- Instagram
#সিডনি: শেন ওয়ার্নের (shane warne) অ্যাক্সিডেন্ট (Accident) হয়েছে৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্পিনার ওয়ার্নের ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক চেপেছিলেন৷ তিনি বাইক থেকে পড়ে যান৷ শুধু সেটুকুই নয় চলন্ত বাইকে ঘষটাতে ঘষটাতে প্রায় ১৫ মিটার রাস্তা যান৷ সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ি চোট বেশ গুরুতর৷ অ্যাক্সিডেন্টের (Shane Warne Accident) পর ওয়ার্ন নিজেই জানিয়েছেন তিনি চোট পেয়েছেন, তাঁর খুব যন্ত্রণা হচ্ছে৷ অ্যাক্সিডেন্টের  (Accident) পর ওয়ার্ন হাসপাতালে যান৷ তিনি ভয় পাচ্ছিলেন পা বা কোমর না ভেঙে গিয়ে থাকে, সুখবর চোট গুরুতর হলেও কোন কিছু ভাঙেনি৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন অ্যাক্সিডেন্টের (Shane Warne Accident) পর  আশা করছেন ৮ ডিসেম্বর গোয়াতে শুরু হওয়া অ্যাশেজ সিরিজ (ashes series) সম্প্রচার করার জন্য ফিরে আসতে পারবেন৷ কয়েক দিন আগে শেন ওয়ার্ন এক মডেল ও টিভি অভিনেত্রী জেসিকা পাবারকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে বিবাদে জড়িয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
অশ্লীল মেসেজ পাঠানোর জন্য বিবাদে শেন ওয়ার্ন
জেসিকা বার্নকে করা মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন৷  সেখানে ওয়ার্ন তাঁকে হোটেলের ঘরে দেখা করতে বলেছিলেন৷ অস্ট্রেলিয়ান মডেল এলি গঞ্জালভেজ এবং ইমোজন অ্যান্থনি শেন ওয়ার্নের ওপর অভিযোগ করেছিলেন৷ তাঁদেরও অভি়যোগ ছিল অস্ট্রেলিয়ার তারকা স্পিনার তাঁদের অশ্লীল মেসেজ করেছেন৷
advertisement
অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার অশ্লীল মেসেজ পাঠানোর কারণে বিতর্কে জড়িয়েছেন৷ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেন এই কারণে অভিযুক্ত হয়ে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন৷ শুধু তাই নয়, ক্রিকেট থেকেও বিরতি নিতে হয়৷ টিম পেনের জায়গায় সম্প্রতি প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হয়েছেন৷ যা শেন ওয়ার্ন সমর্থণ করেছেন৷ ওয়ার্ন জানিয়েছেন এখন সময় এসেছে যখন জোরে বোলার টিম পেনের থেকে দলের দায়িত্ব নিয়ে নিতে হবে৷ আসলে এক মহিলা সহকর্মী অভিযোগ করেছিলেন ২০১৭ সালে অজি ক্রিকেটার টিম পেন মহিলা সহকর্মীকে অশ্লীল মেসেজ করেছিলেন৷ অস্ট্রেলিয়া ক্রিকেট এই অভিযোগের তদন্ত করে দেখছে তাই পেনকে এর মধ্যে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে৷
advertisement
৫২ বছরের শেন ওয়ার্নের এই অ্যাক্সিডেন্ট (Shane Warne Accident)  নিয়ে ক্রিকেটমহলে চিন্তা হলেও সকলেই ওয়ার্নের দ্রুত আরোগ্য কামনা করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement