এবার চন্দননগরের খুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে সস্ত্রীক ভারতে এসে চন্দননগর ক্লাবে উপস্থিত হন তাদেন্তা তাইবু । একই সঙ্গে তিনি কথা বললেন অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টিম কিভাবে আরও এগিয়ে আসতে পারবে তাই নিয়ে। খুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে একেবারে মাঠে পৌঁছে নেট প্র্যাকটিস করান তাইবু।
আরও পড়ুন- সিডনিতে একসঙ্গে অবসর রোহিত-কোহলির? গম্ভীরের মুখে ভারতীয় ক্রিকেটে ‘পালাবদলের’ কথা
advertisement
চন্দননগর হাসপাতাল মাঠের ক্লাবের উদ্যোগে চলা গ্লোবাল ক্রিকেট একাডেমিক ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি। কীভাবে ছোট থেকে ক্রিকেটারদের উন্নতি করানো যায়, তা নিয়ে বিস্তর আলোচনা করেন।
ভারতে তথা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এসে তাঁর কেমন লেগেছে সে বিষয়ে তিনি জানিয়েছেন, তিনি বরাবরই কলকাতাকে ভালবাসেন। ক্রিকেট কেরিয়ারে কলকাতা সফর তার উল্লেখযোগ্য সফরের মধ্যে একটি। এখানের ক্রিকেটারদের মধ্যে একটি আলাদা উন্মাদনা রয়েছে ক্রিকেট নিয়ে।
আরও পড়ুন- মদ কেড়ে নিল সব! বিনোদ কাম্বলি এবার হারাবেন জীবনের সব থেকে দামি জিনিস!
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এখন ২-১। সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। তাইবু আশাবাদী, ভারত আবার ঘুরে দাঁড়াবে। তিনি জানান, যেভাবে নীতিশ রেড্ডি ও কেএল রাহুল ব্যাটিং করছেন তাতে আরও বেশি সময় ধরে তাদের ক্রিজে থাকা প্রয়োজন। কারণ যখন তাঁরা ফর্মে রয়েছেন, তখন তাদেরই দায়িত্ব টিমকে আরও এগিয়ে নিয়ে উচিত।
রাহী হালদার