TRENDING:

Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান

Last Updated:

Smartphone Charger : স্মার্টফোন জিনিসটা কিন্তু চার্জার ছাড়া অকেজো। যেমন ভাল ফোন ব্যবহার করবেন, তেমনই সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিকঠার চার্জার ব্যবহার করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : স্মার্টফোন ছাড়া এখন একটা দিনও ভাবতে পারবেন না বহু মানুষ। আবার এমন মানুষ আজও আছেন যাঁরা স্মার্টফোন থেকে দূরে। তবে সেই সংখ্যাটা নেহাত হাতে গোনা। স্মার্টফোন এখন রোজকার জীবনের অঙ্গ অনেকের কাছে।
News18
News18
advertisement

স্মার্টফোন জিনিসটা কিন্তু চার্জার ছাড়া অকেজো। যেমন ভাল ফোন ব্যবহার করবেন, তেমনই সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিকঠার চার্জার ব্যবহার করতে হবে। অফিসের কাজ, ছবি তোলা, গান শোনা, সবই এখন নির্ভর করে ফোনের ব্যাটারির ওপর। ব্যাটারি সচল যতক্ষণ,  আপনার সমস্ত কাজ করে দেবে হাতের ফোন।

অনেক সময় দৈনন্দিন ব্যস্ততার কারণে আমাদের মধ্যে অনেকেই ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জারের বদলে অন্য চার্জার ব্যবহার করে ফেলেন। বিশেষ করে বাড়ির বাইরে গেলে এমনটা হয়। চার্জার নিতে ভুলে গেলে যে কারও চার্জারেই কাজ সেরে নিতে হয়। তবে এই অভ্যেস আখেরে আপনার ফোনের ক্ষতি করে।

advertisement

স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ফোন কোম্পানি তাদের মডেলের ব্যাটারি ক্ষমতা ও চার্জিং ক্যাপাসিটি অনুযায়ী আলাদা চার্জার তৈরি করে। এখনকার দিনি বেশিরভাগ ফোনেই টাইপ-সি পোর্ট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে। তবে অন্য যে কোনও ফোনের চার্জারে আপনার ফোনে নিরাপদে চার্জ করবে, তা কিন্তু নয়।

এই যেমন ধরুন, আপনার ফোনে ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এবার আপনি অন্য কারও ফোনের ৬৫ ওয়াট বা ১২০ ওয়াট চার্জার ব্যবহার করে ফেললেন। আপনার ফোন চার্জিং ২০ ওয়াটে সীমাবদ্ধ রাখবে ঠিকই। তবে অন্য চার্জার বারবার ব্যবহার করলে ব্যাটারির ক্ষয় হবে তাড়াতাড়ি। ফোনের আয়ু কমে যায়। আবার অন্য ফোনের কম পাওয়ারের চার্জার ব্যবহার করলে আপনার ফোন ধীরে চার্জ হবে। সেক্ষেত্রেও ফোনের ক্ষতি হবে।

advertisement

আরও পড়ুন- আইপিএল থেকে নাম তুলে পাকিস্তানের লিগে খেলতে চলেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক! হঠাৎ কী ঘটল

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনেক সময় আসল চার্জার নষ্ট হলে অনেকে সস্তা, অচেনা ব্র্যান্ডের চার্জার কিনে ফেলেন। সেটাও বিপজ্জনক। সস্তার চার্জার ব্যাটারি নষ্ট করে। ফোনের হার্ডওয়ারে সমস্যা তৈরি করতে পারে। ফোন অতিরিক্ত গরম হতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল