TRENDING:

Ind vs Zim: মাঠের মধ্যে হতে চলেছিল ভয়ানক বিপত্তি! ইশান ও অক্ষরের ভাইরাল ভিডিও

Last Updated:

ইশান কিষাণের বলের আঘাতের জন্য তার দিকে কড়া চোখে তাকান অক্ষর প্যাটেল এবং তাঁকে বিড়বিড় করে কিছু বলতেও দেখা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হারারে: ভারত বনাম জিম্বাবোয়ে (India vs zimbabwe) তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলা হচ্ছে৷ শনিবার দ্বিতীয় ওয়ানডে খেলা হয় হরারে স্পোর্টস ক্লাবে৷ এই ম্যাচে ভারতীয় দল প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে৷ ম্যাচে ভারতীয় বোলাররা জ্বলওয়া দেখান বল হাতে৷  এদিকে এই ম্যাচে ভারতীয় দল যখন ফিল্ডিং করছিল তখন এক ঘটনা ঘটে যার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ ভিডিও দেখলে কতটা বড় বিপদ হতে পারত তাই ভেবে সকলে অবাক হয়ে যাচ্ছে৷
 ishan kishan's throw hits axar patel
ishan kishan's throw hits axar patel
advertisement

আসলে ভারতীয় দল যখন ফিল্ডিং করছিল তখন ম্যাচের ২৮ তম ওভারে বল করছিলেন দীপক হুডা৷ হুডা এই ওভারের দ্বিতীয় বলে বিপক্ষের ক্রিকেটার রিয়ান বর্ল ডিপ এক্সট্রা কভারের দিকে শট খেলেন৷ এই সময়ে তিনি জোরে দৌড়ে দ্রুত ২ টি রান নিয়ে নেন৷ বর্ল যখন দ্বিতীয় রান নিচ্ছিলেন তখন ইশান কিষাণ সীমারেখের কাছে ডিরেক্ট থ্রো করেন৷ তারপর ঠিক কি হল দেখে নিন ভাইরাল ভিডিও৷

advertisement

কিন্তু বল স্টাম্পে লাগেনি৷ উল্টে শর্টকভারে ফিল্ডিং করা অক্ষর প্যাটেলের কার্যত গায়ের কাছে গিয়ে পড়ে৷ অক্ষর সেই সময় মাঠে উবু হয়ে বসেছিলেন, কোনওরকমে ক্ষিপ্রতায় মাথা সরিয়ে নিয়ে বাঁচেন তিনি৷

আরও পড়ুন - ১১ বছরের কিশোরীকে চেপে ধরে রইল ২১ -র তরুণী, পরপর তিনজন করল গ্যাংরেপ

advertisement

স্বস্তির খবর এই ভাবে থ্রো করার পরেও মাঠে কোনও বড় বিপত্তি হয়নি৷ সেই জন্য ফ্যানরা ইশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন৷ কারণ যদি ওত দ্রুত থেকে সজোরে থ্রো অক্ষর প্যাটেলের মাথা বা ঘাড়ে কোথাও লাগত তাহলে বড় বিপত্তি হয়ে যেতে পারত৷

আরও পড়ুন - Virat Kohli ad Anushka Sharma: হ্রস্ব টপে অসংখ্য ছিদ্র! ফ্যানরা ঘায়েল হলেও বিরাট চুপ কেন

advertisement

কারণ বলটা আসায় নিজেকে বাচাঁনোর সহজাত প্রক্রিয়া অক্ষর প্যাটেল মাথা নীচু করে নেন৷ এই থ্রো টা ছিল ইশান কিষাণের৷ আর বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি অক্ষর৷ তিনি বেশ তেড়েমেড়ে ইশান কিষাণের দিকে তাকান৷

ইশান কিষাণ অবশ্য সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পারেন৷ তবে বলটা কিছুটা দূরে পড়ায় অক্ষর-ইশানরা ছাড়াও গোটা দলই স্বস্তির নিঃশ্বাস ফেলেন৷ ইশান কিষাণ নিজের ভুল বুঝতে পারেন৷ তিনি দ্রুত ক্ষমা চেয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ইশান কিষাণের বলের আঘাতের জন্য তার দিকে কড়া চোখে তাকান অক্ষর প্যাটেল এবং তাঁকে বিড়বিড় করে কিছু বলতেও দেখা যায়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Zim: মাঠের মধ্যে হতে চলেছিল ভয়ানক বিপত্তি! ইশান ও অক্ষরের ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল