Virat Kohli ad Anushka Sharma: হ্রস্ব টপে অসংখ্য ছিদ্র! ফ্যানরা ঘায়েল হলেও বিরাট চুপ কেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ছবিটি শেয়ার করে আনুষ্কা ক্যাপশনে লিখেছেন- '‘পার্কে হাঁটাহাঁটি এবং বেঞ্চে বসে থাকার চেয়ে ভালো আর কী হতে পারে?’'
#মুম্বই: অনুষ্কা শর্মার হট ফটো৷ বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার দীর্ঘদিন ধরে সিলভার স্ক্রিনে কোনও ছবি নেই। বলিউডের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তাঁর জিরো৷ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন বিরাট কোহলির স্ত্রী৷ এই মুহূর্তে চাকদা এক্সপ্রেস ছবিতে ঝুলনের ভূমিকায় শ্যুটিং করছেন অনুষ্কা শর্মা৷ সিলভার স্ক্রিনে ছবি থাকুক বা না থাকুক অনুষ্কা শর্মা তার ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ থাকেন৷। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তার কিছু ছবি শেয়ার করেছেন, যাতে তাঁকে একটি পার্কে বসে থাকতে দেখা যায়। (Photo Courtesy: Instagram: @anushkasharma)
advertisement
ফটোগুলিতে, আনুষ্কাকে একটি সাদা হ্রস্ব ড্রেসে দেখা যাচ্ছে, অফ হোয়াইট পোশাকটিতে চিকনকারির কাজ রয়েছে৷ স্বাভাবিক ভাবেই দীর্ঘাঙ্গী অনুষ্কাকে খুবই সুন্দর দেখাচ্ছে। ছবিতে অনুষ্কার রূপ নিয়ে অবশ্য বহু মানুষ কমেন্ট করলেও তাঁর প্রিয় স্বামী বিরাট কোহলিকে এই ছবিগুলিতে অবশ্য কমেন্ট করতে দেখা যায়নি৷ (Photo Courtesy: Instagram: @anushkasharma)
advertisement
advertisement
