১১ বছরের কিশোরীকে চেপে ধরে রইল ২১ -র তরুণী, পরপর তিনজন করল গ্যাংরেপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নির্যাতিতার বান্ধবী কেন তার বন্ধুদের নিশাকে রেপ করতে দিল তা স্পষ্ট নয়।
#পালঘর : মহারাষ্ট্রের পালঘর জেলার থেকে এক মর্মান্তিক রেপের ঘটনা সামনে এসেছে। বুধবার ভোররাতে ভিরারের ১১ বছরের কিশোরীকে তাঁরই ২১ বছর বয়সী মহিলা বন্ধুর নির্দেশে তিন যুবক গণধর্ষণ করল৷ পুলিশ অবশ্য খবর দিয়েছে মর্মান্তিক ওই গণধর্ষণে অভিযুক্ত জানিয়েছে, ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্ত মহিলা সহ তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। Photo- Representative
advertisement
TOI প্রকাশিত খবর অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ নিশা (নাম পরিবর্তিত), সপ্তম শ্রেণীর ছাত্রী, তার মোবাইল ফোন মেরামত করাতে বাড়ির কাছে একটি দোকানে গিয়েছিল। সেখানেই মেয়েটি ২১ বছর বয়সী মহিলা বন্ধুর সঙ্গে দেখা করেন, সেখান থেকে তিনি ওই মহিলার সঙ্গে বেড়াতে যান। পুলিশ জানিয়েছে, ওই মহিলা মেয়েটিকে পশ্চিম ভিরারের একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে মেয়েটি তিন পুরুষ বন্ধুকে ফোন করেন সেখানে সেই পুরুষরা বুধবার বেলা দেড়টা নাগাদ পৌঁছে যায়৷ Photo- Representative
advertisement
advertisement
নিশার বাড়ি না ফেরায় তাঁর বাবা-মা তাকে খুঁজতে থাকে। তার মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছিল না৷ তবে তাঁরা তখনও পুলিশে খবর দেননি৷ নিশা তার মাকে মোবাইল ফোন ঠিক করতে যাওয়ার কথা বলেছিল। নিশার অনেক বন্ধুই তার চেয়ে বড় ছিল এবং তার বাবা-মা তাকে এই জন্য বকাঝকা কর।নিশা বাড়িতে ফিরে গ্যাংরেপের কথা জানায়৷ এরপরই ভিরার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷ Photo- Representative
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বান্ধবী কেন তার বন্ধুদের নিশাকে রেপ করতে দিল তা স্পষ্ট নয়। অভিযুক্তরা সবাই জানত যে নিশা নাবালিকা। পুরুষ অভিযুক্তদের আগে থেকে চিনত না নিশা। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অস্বাভাবিক যৌনতা এবং POCSO ধারায় IPC ধারায় মামলা করা হয়েছে। সবাইকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। Photo- Representative