TRENDING:

শামির ১৫০ শিকার সম্পূর্ণ, টেস্ট ও সিরিজ জিততে ভারতের প্রয়োজন আর ৮টি উইকেট

Last Updated:

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আরও ৪২৩ রান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৪১৬ ও ১৬৮/৪ (ডিক্লেয়ার)
advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ১১৭ ও ৪৫/২ (১৩ ওভার, টার্গেট ৪৬৮)

#জামাইকা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দলকে গোটা সফরেই অপ্রতিরোধ্য দেখিয়েছে ৷ নিজেদের দেশে হোল্ডারদের আরও একটা সিরিজ হোয়াইটওয়াশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ রবিবার জামাইকায় টেস্টের তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেট হারিয়ে ৪৫ রান ৷ কোহলিদের টেস্ট ও সিরিজ ০-২-এ জিততে আজ, সোমবার প্রয়োজন বিপক্ষের ৮টি উইকেট ৷

advertisement

ভারতীয় পেসাররা যে ফর্মে রয়েছেন, তাতে এখন হার আটকানো জেসন হোল্ডারের এই টিমের পক্ষে কার্যত অসম্ভবই বলা যেতে পারে ৷ চলতি টেস্টে জসপ্রীত বুমরাহের হ্যাটট্রিকের পাশাপাশি শামির ১৫০ টেস্ট উইকেট শিকারও সম্পূর্ণ রবিবার ৷ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত শামির পাশাপাশি একটি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মাও ৷

এর আগে বুমরাহের হ্যাটট্রিক এবং ভয়ঙ্কর একটা স্পেল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে থামিয়ে দিয়েছিল মাত্র ১১৭ রানে। তবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ২৯৯ রানে এগিয়ে থাকা সত্ত্বেও জেসন হোল্ডারের দলকে ফলো-অন করাননি বিরাট। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অবশ্য দ্রুত তিন উইকেট হারায়। কোহলি, রাহুল, পূজারারা রান না পেলেও দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সফল হনুমা বিহারী ৷ ৫৩ রানে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ সঙ্গী রাহানে অপরাজিত থাকেন ৬৪ রানে ৷

advertisement

আরও দেখুন-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
শামির ১৫০ শিকার সম্পূর্ণ, টেস্ট ও সিরিজ জিততে ভারতের প্রয়োজন আর ৮টি উইকেট