ম্যচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নিয়নমিত ব্যবধানে উইকেট হারালেও নির্দিষ্ট একটা রানের গতিতে ইনিংস এগিয়ে নিয়ে যায় ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দুটি পার্টনারশিপ গড়ে ওঠে। সাই হোপ ও শিমরন হেটমায়ার ৪৯ রান পার্টনারশিপ করেন। অষ্টম উইকেটে ৪৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন শিমরন হেটমায়ার ও ওডিয়ান স্মিথ। শেষ পর্যন্ত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১৭৮ করে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
প্রথমে মনে হয়েছিল ১৭৯ রানের টার্গেট চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের কাছে। কিন্তু যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে যে তাণ্ডব অপেক্ষা করছে তা ভ্রুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। চার-ছয়ের ফুলঝুরি ছোাটান দুজনে। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। নিজেদের অর্ধশথরানও পূরণ করেন দুজনে। ওভার পিছু ১০-এর বেশি গতিতে রান করেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল।
দলকে জয়ের দোরগোরায় নিয়ে এসে ভাঙে ভারতের ওপেনিং জুটি। ১৬ তম ওভারে ১৬৫ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ৭৭ রান ,করে আউট হন শুভমান গিল। ৫টি ছয় ও ৩টি চারে সাজানো তার ইনিংস। এরপর তিলক বর্মা ও যশস্বী জয়সওয়াল মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৮৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ইনিংসে ১১টি চার ও ৩টি ছয় মারেন তিনি। ৭ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। এই জয়ের ফলে সিরিজের ফল দাঁড়াল ২-২। সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচ রবিবার।