East Bengal vs Mohun Bagan: নন্দকুমার থামাল মোহনবাগানের বিজয় রথ, রইল ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের সেরা মুহূর্তগুলি

Last Updated:
Durand Cup 2023 East Bengal vs Mohun Bagan full match Highlights: সাড়ে চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নন্দকুমারের গোলে ডার্বি জয়ের খরা কাটল ইস্টবেঙ্গলের। ভারতীয় তারকার একক দক্ষতার গোলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
1/7
সাড়ে চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নন্দকুমারের গোলে ডার্বি জয়ের খরা কাটল ইস্টবেঙ্গলের।
সাড়ে চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে নন্দকুমারের গোলে ডার্বি জয়ের খরা কাটল ইস্টবেঙ্গলের।
advertisement
2/7
ভারতীয় তারকার একক দক্ষতার গোলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
ভারতীয় তারকার একক দক্ষতার গোলে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
advertisement
3/7
মোহনবাগানের টানা ৮ ডার্বি জয়ের দৌড়ে ফুলস্টপ লাগালেন নন্দকুমার। চোখ ধাঁধানো গোলে পরাস্ত করেন বিশাল কাইথকে।
মোহনবাগানের টানা ৮ ডার্বি জয়ের দৌড়ে ফুলস্টপ লাগালেন নন্দকুমার। চোখ ধাঁধানো গোলে পরাস্ত করেন বিশাল কাইথকে।
advertisement
4/7
ম্যাচের ৬০ মিনিট প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করেন লাল-হলুদের নন্দকুমার। অনিরুদ্ধ থাপা ডজ দিয়ে বাঁ-পায়ে বাঁকানো শটে চোখ ধাঁধানো গোল করে নন্দকুমার
ম্যাচের ৬০ মিনিট প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করেন লাল-হলুদের নন্দকুমার। অনিরুদ্ধ থাপা ডজ দিয়ে বাঁ-পায়ে বাঁকানো শটে চোখ ধাঁধানো গোল করে নন্দকুমার
advertisement
5/7
শুধু নন্দকুমার নয়, ইস্টবেঙ্গল রক্ষণে নজর কেড়েছেন হরমনজিৎ খাবড়া। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার।
শুধু নন্দকুমার নয়, ইস্টবেঙ্গল রক্ষণে নজর কেড়েছেন হরমনজিৎ খাবড়া। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার।
advertisement
6/7
২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল। এরপর ২০২৩ সালের ১২ অগাস্ট ফের যুবভারতী দেখল ডার্বির রং লাল-হলুদ।
২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল। এরপর ২০২৩ সালের ১২ অগাস্ট ফের যুবভারতী দেখল ডার্বির রং লাল-হলুদ।
advertisement
7/7
ম্যাচের শেষ বাঁশি বাজতেই ইস্টবেঙ্গল গ্যালারির উচ্ছ্বাস ছিল দেখার মতন। যেই দৃশ্য বহু দিন েদখা যায়নি সল্টলেক স্টেডিয়ামে।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই ইস্টবেঙ্গল গ্যালারির উচ্ছ্বাস ছিল দেখার মতন। যেই দৃশ্য বহু দিন েদখা যায়নি সল্টলেক স্টেডিয়ামে।
advertisement
advertisement
advertisement