বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। খেলেছেন ঝকঝকে ৩৯ বলে ৫৭ রানের ইনিংস। সূর্যকুমারের যাদবের সঙ্গে ৭৩ রানের পার্টনারশিপটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। ১৭১ রান এই পিচে করা যে খুব একটা সোজা নয় তা ভালই বুঝতে পেরেছিলেন হিটম্যান। বাকি কাজটা করে দেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহের। ৬৮ রানে ম্যাচে জিতে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত।
advertisement
ম্যাচ শেষ ভারতীয় ক্রিকেটাররা যখন সাজঘরে ঢুকছেন তখনই বাইরের একটি চেয়ারে বসে পড়েন রোহিত শর্মা। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তারপর যা দেখলেন তা আবেগ ছুঁয়ে গেল সকলের। সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। যিনি নিজে এই বিশ্বকাপে চরম ব্যর্থ। মুখ কালো করে বসে থাকতে দেখা গিয়েছে। সেই কোহলিই রোহিতের কাছে এসে তাঁকে হাসানোর চেষ্টা করছেন। কোহলির চেষ্টা হাসি দেখা গেল রোহিতের মুখে। রোহিত-কোহলির সম্পর্কের তিক্ততা নিয়ে নানা জল্পনা থাকলেও এই দৃশ্য মন ছুঁয়ে যায় সকলের।
আরও পড়ুনঃ India vs England: এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত! ২০০৭ সালের সঙ্গে ৭ মিল, যা অবাক করার মত
এই ভারতীয় দল যে কতটা আলাদা তা এবারের টুর্নামেন্টে বারবার প্রমাণতি হয়েছে। এই দল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত তারকারা ফর্মে ধারেকাছে না থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে জানে। এই দল জানে ২২ গজের বদলা ২২ গজেই কী করে নিতে হয়। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতবছরের ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিয়েছে। এই দল ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। এবার শুধু সামনে প্রোটিয়ারা। ২০০৭-এর সেই রাত ফিরবে ২০২৪-এ। অপেক্ষায় ১৫০ কোটির দেশ।